চুপ করো, খামোশ : সাংবাদিককে ড. কামাল

0
0

জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর রেগে গেলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ড. কামালসহ ঐক্যফ্রন্ট নেতারা। জামায়াত ইসলামীর বিষয়ে ড. কামালকে তার অবস্থানের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এখন না, এখন না। এখানে (স্মৃতিসৌধে) কোনো কথা না বাইরে। এই জায়গায়, শহীদ মিনারে আর কোনো কথা না।’

এ সময় এক সাংবাদিক তার দিকে এগিয়ে এসে প্রশ্ন করেন, ‘স্যার তার (জামায়াত) দলের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু তারা তো নির্বাচন করবে।’ এর পর পরই ওই সাংবাদিকদের ওপর চটে যান ড. কামাল। তিনি বলেন, ‘প্রশ্নই উঠে না। কত পয়সা পেয়েছো এসব প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক প্রশ্ন করতে? তোমার নাম কী? চিনে রাখবো। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা কর তোমরা।’

এ সময় তিনি ওই সাংবাদিককে ব্যাঙ্গাত্মক করে বলেন, ‘শহীদদের কথা চিন্তা করো। চুপ করো। চুপ করো, খামোশ। আশ্চর্য।’ ড. কামাল আবারও ওই সাংবাদিকের দিকে এগিয়ে এসে প্রশ্ন করেন, ‘তোমার নাম কী? কোন পত্রিকা।’ এ সময় ওই সাংবাদিক ‘যমুনা’ বললে তিনি জবাব দেন, ‘যমুনা টেলিভিশন জেনে রাখলাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here