আগামী একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে’ হালকাভাবে না দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এসব ঘটনায় ‘তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র’ রয়েছে কি না, এ বিষয়েও সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় কে এম নুরুল হুদা এসব কথা বলেন। গত সোমবার প্রার্থীরা নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক ভোটপর্ব শুরু হয়। প্রথম দিনই নোয়াখালী ও ফরিদপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের দুই কর্মী খুন হন।
সেই ঘটনার কথা স্মরণ করে সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘একটা ঘটনা ঘটে গেলে, একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হালকাভাবে নিলে হবে না। রাজনৈতিক নেতৃবৃন্দের সতর্ক অবস্থান নেওয়ার প্রয়োজন হবে। এর মধ্যে তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র আছে কি না, খতিয়ে দেখতে হবে। গোয়ান্দা সংস্থাগুলোর প্রতি সতর্ক নজরদারি রাখার অনুরোধ করব।’
এ ছাড়া প্রার্থীদের ওপর হামলা বা খুনের ঘটনাকে বিচ্ছিন্নভাবে না ভাবার কথাও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যখন স্বতঃস্ফূর্ত জনজাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই খুনের ঘটনা, হামলার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করার কোনো কারণ নেই। এ দেশের স্বাভাবিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হোক, তা না চাওয়ার দলের প্রভাবশালী মহল সক্রিয় থাকতেও পারে। তাদের বিষয়ে সবার বিশেষ করে নির্বাচন কর্তৃপক্ষ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক নেতৃত্বসহ সমাজের সচেতন মহল ও জনগণের সচেতন থাকা প্রয়োজন।’