কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ এর সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

0
0

আজ ১৩ ডিসেম্বর ২০১৮ইং সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সবুজ এর সন্ধানের দাবিতে পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নিখোঁজ শেখ সাজ্জাদ হোসেন সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া বলেন, আমার স্বামী শেখ সাজ্জাদ হোসেন সবুজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ছিলেন। গত ২১ আগস্ট ২০১৫ইং সাল থেকে শেখ সাজ্জাদ হোসেন সবুজ নিখোঁজ রয়েছেন। গত ২০ আগস্ট ২০১৫ইং সর্বশেষ আমার স্বামী শেখ সাজ্জাদ হোসেন সবুজ এর সাথে কথা হয়। গাজীপুর জেলার মাওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্ট কর্তৃপক্ষ আমাকে ফোনে জানায়, শুক্রবার ভোরে র‌্যাব সদস্যরা ওই রিসোর্টের প্রধান ফটকের গ্রীল কেটে রিসোর্টের নৈশ প্রহরীদের বেধে রেখে রিসোর্টের মালিক মনিরুজ্জামানকে গ্রেফতার করে। পরবর্তীতে ওই রিসোর্ট থেকে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান লাবু ও আমার স্বামী শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গ্রেফতার করে নিয়ে যায়। আমার স্বামী এবং তার বন্ধু লাবুকে আইনের হাতে সোপর্দ করার দাবি জানিয়ে আমরা ওই দিনই কুষ্টিয়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলাম। যা আপনাদের মাধ্যমে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান লাভের জন্য ঢাকায় গিয়ে র‌্যাবের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু সেখানেও আমি আমার স্বামী সবুজের সন্ধান লাভে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে আমি জানতে পারি যে, লাবুকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করলে জানায়, লাবু স্বপরিবারে ভারতে গেছে। লাবু দুই মাস পরে কুষ্টিয়াতে আসে এবং আমাদের বাড়িতে এসে দেখা করে জানায় আমাকে তোমরা কিছু জিজ্ঞাসা করো না, আমি কিছু বলতে পারবো না।

দীর্ঘ ৩ বছর ৪ মাস অতিবাহিত হয়ে গেলেও আমি আমার স্বামীর সন্ধান পাচ্ছি না। উপরন্তু একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য আমাদের কাছে আসছে। কোন সময় তথ্য আসছে সিরাজগঞ্জ র‌্যাবের কাছে আছে, কুষ্টিয়া র‌্যাব-ডিবি পুলিশের কাছে দেয়া হয়েছে। আমরা সকল জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু কেউই আমার স্বামীর কোন সন্ধান দিতে পারছে না। আপনারা জানেন, আমার স্বামী সবুজ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলে আমার স্বামী সবুজ কোন অপকর্ম বা রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজও ও নিয়মিত রোজ রাখতেন। গরীব-দুঃখী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। আমার স্বামীর কারণে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-, মাদক ব্যবসা বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ীরা আজ নিশ্চিতে কুষ্টিয়ায় ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। আমার এই কথাগুলো সত্য না মিথ্যা কুষ্টিয়ার মানুষ এবং বিশেষ করে সাংবাদিক সমাজ অবগত আছেন।

আপনারা জানেন খুব অল্পদিনেই আমার স্বামী তার যোগ্যতা এবং মেধা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল আমার স্বামীকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার লক্ষ্যে তাকে গুম করানো হয়েছে আমরা অনুমান করছি।

আমার স্বামীই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের দুটি নাবালক সন্তান রয়েছে। সন্তানদের নিয়ে আজ আমি অকুল পাথারে পড়েছি। আমার স্বামীর সন্ধান লাভের জন্য আমি জাতীয় মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের দরজায় ধর্না দিলেও অদ্যাবধি আমি আমার স্বামীর সন্ধান লাভে ব্যর্থ হয়েছি। আমি জানতে চাই আমার স্বামী জীবিত না মৃত, কী অবস্থায়, কোথায় আছে, কিভাবে আছে। আমার স্বামী শেখ সাজ্জাদ হোসেন সবুজকে জীবিত, সুস্থ্য অবস্থায় ফেরত দেয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করছি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখোঁজ সবুজের বৃদ্ধ মাতা সাহিদা বেগম, ছেলে সাহেদ হোসেন প্রেম (১৯), মেয়ে সুমাইয়া (৭) প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here