আইএসআইয়ের সঙ্গে ফোনালাপের ভিডিও বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত : মোশাররফ

0
27

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট মেহমুদের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের ভিডিওকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

সম্প্রতি বিভিন্ন সোসাল মিডিয়া, অনলাইন ও বিভিন্ন গণমাধ্যমে থাইল্যান্ড ভিত্তিক পোর্টাল ট্রিবিউনের বরাত দিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘আমার সাথে জনৈক মেহমুদ এর কথোপকথনের একটি বানোয়াট ফোনালাপের ভিডিও প্রকাশ ও প্রচার করা হচ্ছে। এই ভিডিও আমার ভাবমূর্তি নষ্ট, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা কাজে বিঘ্ন ঘটানো এবং আমাকে বিব্রত করার জন্য নির্বাচনী প্রচারণার এই সময়ে বানোয়াট ও সৃজিত এই ভিডিওটি রাজনৈতিক হীন উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হচ্ছে।’

তিনি আরও বলেন,‘জনৈক মেহমুদ নামে এই ব্যক্তিকে আমি চিনি না বা ভিডিওতে কথিত আইএসআই এর কোনো ব্যক্তি বা কর্মকর্তাকেও চিনি না। আমি কথিত এই ব্যক্তির সাথে বা আইএসআই এর কোনো কর্মকর্তার সাথে কখনো আমার এই ধরনের কথোপকথন হয়নি।’

কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রেন্টের প্রার্থী হিসেবে প্রচারকাজে ব্যস্ত থাকায় প্রেস ব্রিফিং করে উক্ত বিষয়ে প্রতিবাদ করতে পারছেন বলেও জানান খন্দকার মোশাররফ। তাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে সৃজিত ও উদ্দেশ্যপ্রণোদিত ফোনালাপের ভিডিওটি প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহল ও ব্যক্তির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল বুধবার রাতে মোশাররফের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেন একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। অভিযোগে বলা হয়, গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের এজেন্ট মেহমুদের যে কথোপকথন প্রকাশিত হয়েছে তাতে বোঝা যায়, তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here