অস্তিত্ব-আমেনা ফাহিম

0
0

অস্তিত্ব-আমেনা ফাহিম
চৈতি দুপুর,,,রোদেলা খরস্রোতা নদী
তৃষ্ণার্ত তুমি,,,এক চুমুক নদীর জল
এক সমুদ্রতল দীর্ঘশ্বাস।।।।।।
ভাটির গান ধরে মাঝি টানিল দাড়,,,,
ঐ পাড়েতে তোমার ঠিকানা।।।।।
পিছন ফিরে কি দেখছ!
আমি তোমার অতীত নই
তোমার প্রতি নিঃশ্বাসে,,,,
তোমার আঙ্গুলের ভাজে আমার বসবাস।।।।
ঈশান কোনে ঐ দেখ রংধনু,,,,,,,,,দেখতে পাচ্ছ!
সেদিন ফাল্গুনী রাতে তোমায় কথা দিয়েছিলাম
ডিঙি নায়ে দুলব,,রংধনু দেখব,,,পুর্ন হল স্বাদ
কি! অমন অবাক হয়ে কি ভাবছ!
তোমার চোখের জলে আমার বসবাস।।।।।
দিগন্তে ডানা মেলেছে,,,,,, মুক্ত গাঙচিল
আজ থেকে তুমিও,,,,,,,
বন্ধনে বাধিতে গেলে ভালবাসা শৌর্য হারায়
পিছু ডেকনা,,,,,,তোমার গহীনে আমার বসবাস।।।।।।
দেখ দেখ,,,,,ও পাড়েতে কাশবন
তোমার প্রতীক্ষায় বাসর সাজিয়েছে,,,হয়ত কোন কাশফুল
আবার পিছন ফিরে কি দেখছ! পিছু ডেকনা
আমি তোমার অতিত নই,, আমি তোমার অস্তিত্ব
ও পাড়েতেই তোমার ঠিকানা।।।।।।।।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here