সিলেট নগরীর বন্দরবাজার প্রচারণায় নেমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঐক্যফ্রন্ট নেতা এবং গণস্বাস্থের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানের শীষের পক্ষে বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটের সামনে প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ড. জাফরুল্লাহ।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কায়েস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খন্দকার মুক্তাদিরের পক্ষে সকালে প্রচারণা চালানোর সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন ডা. জাফরুল্লাহ। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় জাফরুল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। কায়েস আরও জানান, ‘চিকিৎসকরা জানিয়েছেন রক্তচাপ কমে যাওয়ায় দুর্বল হয়ে পরার কারণে তিনি মাটিতে পড়ে যান।’