ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পান্না

0
0

প্রথমে পরিচয়, তারপর প্রেম এবং পরিশেষে বিয়ে। বিয়ের এক বছরের মাথায় ব্যবসা করার নামে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ।প্রতারণা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১ নম্বর আসামী করে স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন পান্না খাতুন নামের এক মহিলা। গত ২৬ শে নভেম্বর যশোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করা হয়। মামলা নং সি, আর ১৭২০/১৮।

মামলায় উল্লেখ করা হয়, দোকানের নামে দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ বাদী পান্না খাতুনের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় তিন চারলক্ষ টাকা হাতিয়ে নেয়। সে মাদকাসক্ত এবং স্বভাব চরিত্র ভালো না। সে আমার উপর বিভিন্ন সময় নির্যাতন করতো এবং যৌতুকের টাকা দাবী করে। যৌতুকের টাকা দিতে না পারায় সে গত ০৫/০৫/২০১৫ ইং তারিখে আমায় তালাক প্রদান করে। এছাড়া খালিদ বিভিন্ন সময়ে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করে থাকেন।এছাড়া আমার পাওনা টাকা চাইলে গেলে টাকা দিতে অস্বীকার করেন, বিভিন্ন সময়ে মানসিক ও শাররিক নির্যাতন চালায় এমনকি মেরে ফেলার হুমকি দেয়।

জানাগেছে,দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ।তার বাবার নাম মৃত সিদ্দিকুর রহমান। গ্রাম- শেখ হাটি বিশ্বাস পাড়া, কোতয়ালি-যশোর। যশোরের আলোচিত পতিতালয় বাবুবাজারে প্রতিরাতে সে মদ, গাজাঁসহ বিভিন্ন মাদকের আসর বসায়।সাংবাদিক হওয়ার কারেণ পতিতালয়ের মেয়েদের নানা ভাবে অত্যাচার করে। কেউ প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি তার হাত থেকে নাইটগার্ডরাও রক্ষা পায় না । সংবাদিক পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পত্রিকায় নিউজ করে দেওয়ার ভয় দেখিয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ দিশেহারা।

গত ৭ নভেম্বর পান্না খাতুন স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক খালিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন । অভিযোগে তিনি বলেন, স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক খালিদের সাথে পরিচয় হওয়ার পর প্রেমের ফাঁদে ফেলে এক পর্যায়ে বিয়ে করে। পরে আমাকে তালাক দিয়ে দেয়। অথচ খালিদের ঘরে আরও একটি বৌ আছে,তার নাম স্মরণী।বৌ থাকা স্বত্বে ও এই সাংবাদিক আমিসহ পতিতালয়ের বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ্য করে ।পান্না খাতুন আরো বলেন, গত ২৫-০৪-২০১৮ তারিখে খালিদ আমার কাছ থেকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একাউন্ট নং-০১৪১১২২০০০১০৬২৩,চেক নং- (ই০১৯৫৯৫২) মাধ্যমে ৪ লাথ টাকা ধার নেয়। পরে ধারের টাকা চাইতে গেলে খালিদের খারাপ ভাষায় গালি-গালাজ সহ মারপিট করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরো জানান, এই প্রতারক সাংবাদিক পতিতালয়ের বুলবুলি নামে আরো এক দেহ ব্যাবসায়ীর সাথে অবৈধ্য সর্ম্পক রয়েছে বলে তিনি অভিযোগ করেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খালিদ পত্রিকর নাম ভাঙ্গিয়ে প্রতারণার করে এবং নিউজের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ ব্যাপারে পান্না খাতুন বলেন, খালিদের ভয়ে আমি চরম আতংকে জীবন যাপন করছি এবং পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তসহ বিচার দাবী করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here