সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ,অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর

0
35

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, বিএনপি প্রার্থী ড. এমএ মুহিতের বাড়ির চেয়ার-টেবিল ও জানালার গ্লাস এবং একটি দোকান ভাঙচুর করা হয়।  এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় কোনো অঘটন ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এলাকায় শান্তি বিরাজ করছে। তিনি বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের শক্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শাহজাদপুর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ জানায়, এ দিন সকাল সোয়া ১১টার দিকে সে ও তার বড় ভাই শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ মার্কেটের সামনে (সাবেক বিএনপি অফিস) বসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ করছিলেন, এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল বহর তাদের সামনে এসে দাঁড়িয়েই তাদের দু’ভাইকে বেধড়ক মারপিট করে। এর কিছু সময় পরই তারা বিএনপি প্রার্থী ড.এমএ মুহিতের শক্তিপুরের বাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদেও বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু বলেন, আমাদের একটি মিছিল ওই পথ দিয়ে আসার সময় ড. মুহিতের বাড়ির ভেতর থেকে গালাগালি করে এবং ঢিল ছোড়ে। এতে তারা প্রতিবাদ করে এগিয়ে গেলে তারা হামলা চালায়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের লোকজন পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলের বহর নিয়ে তাদের প্রার্থী মুহিতের বাড়িতে হামলা চালিয়েছে। পাশের কবরস্থানে জানাজার জন্য অপেক্ষমাণ লোকজন তাদের অন্যায়ের প্রতিবাদ করে প্রতিহত করেছে। তিনি আরও জানান, এদিন সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা নরিনা গ্রামে জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জিয়ার মোটরসাইকেল, তালগাছিতে বিএনপি নেতা মজিররের দোকান ভাঙচুর ও এদের দুজনকে মারপিট করে আহত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here