ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে নরেন্দ্র মোদির বিজেপি। রাজস্থান, ছত্তিশগড়ে ও তেলেঙ্গানায় বিপুল ভোটে এগিয়ে আছে মোদিবিরোধীরা। আর মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর মিজোরামে এমএনএফ বিস্তর ব্যবধানে এগিয়ে রয়েছে। চার বছর ধরে ক্রমাগত সাফল্যের পরে এই নির্বাচনে বড়সড় ধাক্কার মুখে বিজেপি। ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশের কোনও প্রান্তে বিজেপি এত বড় ধাক্কা খায়নি।
পাঁচ রাজ্যের এই বিধানসভা নির্বাচন ছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় ভোটযুদ্ধ। ‘দিল্লি দখলের সেমিফাইনাল’ হিসেবেই এই লড়াইকে ব্যাখ্যা করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই নির্বাচনের ফলে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হচ্ছে। সেই সেমিফাইনালের সামগ্রিক ফল যে কংগ্রেসের দিকে অনেকখানি ঝুঁকে পড়ল, তা নিয়ে কোনও সংশয় নেই।