নিউইর্য়কে পাল্টাপাল্টি ‘ফোবানা সম্মেলন’ ঘোষণা

0
0

যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের কুইন্সের লাগোডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হতে যাচ্ছে ৩৩তম আন্তর্জাতিক ‘ফোবানা সম্মেলন’। তবে দ্বন্দ্বের কারণে একই সময়ে আরেকটি স্থানে এই সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে আরেকটি পক্ষ। গত ৬ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের আসরের আয়োজক দাবি করে ‘বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি‘ ফোবানা সম্মেলনের ঘোষণা দেয়। কমিটির আহ্বায়ক মো. শাহনেওয়াজ বলেন, আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কের কুইন্সের লাগোডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে ফোবানার আসর বসবে। শাহনেওয়াজ বলেন, ‘আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ঐক্যের বিকল্প নেই। আমরা অতীতের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চাই। ফোবানাকে ধারণ করার জন্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এবার ব্যতিক্রমী কর্মকাণ্ড গ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, নাসির আলী খান পল, আলী ইমাম শিকদার, কাজী আজহারুল হক মিলন, কাজী আশরাফ হোসেন নয়ন, হাজী এনাম, আলমগীর খান আলম প্রমুখ।

অন্যদিকে, একই দিন-তারিখ ঠিক রেখে নিজেদের আসল দাবি করে ফোবানা সম্মেলনের ঘোষণা দিয়েছে ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ নামে আরেকটি সংগঠন। স্থানীয় সময় শনিবার দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে ফোবানার ৩৩তম সম্মেলনের ঘোষণা দেন তারা।

শনিবার সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে ড্রামা সার্কলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ফোবানার একাংশের আয়োজক কমিটির আহ্বায়ক নার্গিস আহমেদ বলেন, তারা দায়িত্ব পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফোবানা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু পরে সেটা বিভক্ত হয়েছে। এই দ্বিধাবিভক্ত আগে জানলে তিনি এর সঙ্গে জড়িত হতেন না।

এর আগে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোবানা একাংশের নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী বলেন, গত ৩২ বছরে ৩২টি ফোবানা সম্মেলন হয়েছে বিভিন্ন সিটিতে। সেগুলোর আলোকে ৩৩তম সম্মেলন সফল করতে ২৫টি স্ট্যান্ডিং কমিটি মাঠে রয়েছে।

জাকারিয়া চৌধুরী বলেন, ‘ফোবানা হচ্ছে উত্তর আমেরিকায় সব সংগঠনের আমব্রেলা সংগঠন। ফোবানা হচ্ছে মার্কিন আইন অনুযায়ী ৫০১ সি(৩) এর আওতায় একটি অলাভজনক করপোরেশন। এছাড়া ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস কর্তৃক রেজিস্টার্ড একটি সংগঠন। তাই আইনগতভাবে এ কমিটি ব্যতীত অন্য কেউ ফোবানা এবং তার লোগো ব্যবহার করতে পারবেন না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here