ড.কামাল কর ফাঁকি দিলেন কিনা খতিয়ে দেখছে এনবিআর

0
37

জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন প্রভাব না পড়ে সেই বিষয়টিও বিবেচনা করে কাজ করছে এনবিআর। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেছেন, নির্বাচনে যাতে কোনো প্রভাব না পড়ে সেটি বিবেচনায় রেখেই এনবিআর কাজটি করছে।গণফোরাম সভাপতি কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৯ নভেম্বর এনবিআরকে চিঠি দেয়।রোববার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা কাজ করছি এর ওপরে। এটা একটু সময় লাগবে।আপনারা নিজেরাই বোঝেন, এই মুহূর্তে যদি আমরা খুব খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকেই হয়ত ভাববেন উনি বিরোধীদলের হয়ে ইলেকশন করছেন এজন্য উনারে ধরতে যাচ্ছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে।

নির্বাচনে আছেন বলেই কামাল হোসেনকে ছাড় দেওয়া হচ্ছে কিনা, এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, না, সিচ্যুয়েশন যাতে ওই লাইনে না যায়। তবে তাকে ছাড় দিচ্ছি না।এনবিআর চেয়ারম্যান বলেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি-না তা খতিয়ে দেখতে আমরা কাজ করছি। তবে একটু সময় লাগবে। যেমন ব্যাংকে সার্চ দিতে হবে।তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববেন যে তিনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন, এজন্য তাকে ধরেছি। যাই হোক এ প্রক্রিয়া চালু থাকবে।চলতি বছরের ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেওয়া এক চিঠিতে ড. কামাল হোসেন করফাঁকি কি-না তা জানতে চেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here