প্রয়াত বুশের প্রতি ট্রাম্প-মেলানিয়ার শ্রদ্ধা

0
0

প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ওয়াশিংটনের রোটান্ডাতে আগামীকাল বুধবার সিনিয়র বুশের শেষকৃত্য অনুষ্ঠানের আগ পর্যন্ত সাধারণ জনগণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেখানে সংক্ষিপ্ত সফরে যান ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুশ পরিবারের সঙ্গে দ্বন্দ্ব থাকা শর্তেও তার প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প। আগামীকাল ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে বুশের শেষকৃত্য অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তাই এই দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করেছন ট্রাম্প। তিনি শেষকৃত্যে যোগ দেওয়ারও সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে টেক্সাসের হাউস্টন শহরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এ প্রেসিডেন্ট। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্টের। তবে তিনি বেশ আগে থেকেই পার্কিনসনস রোগে ভুগছিলেন। হাঁটার শক্তি হারানোয় তাকে চলাফেরা করতে হত হুইলচেয়ারে, নয়তো বৈদ্যুতিক স্কুটারে। শ্বাসতন্ত্রের জটিলতায় সাম্প্রতিক বছরগুলোকে তাকে বেশ কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here