ছাত্রীর আত্মহত্যা : তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দেওয়ার নির্দেশ

0
0

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অতিরিক্ত শিক্ষা সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচরাপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এই আত্মহত্যা ছাড়াও সারা দেশে এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোন কোন বিষয় জড়িত, কারা দায়ী, এ ধরনের আত্মহত্যার ঘটনারোধে করণীয় এবং এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে আজ সকালে পত্রিকায় প্রকাশিত আত্মহত্যার এই ঘটনা আদালতের নজরে আনেন আইনজীবী অনীক আর হকসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী। অন্য আইনজীবীরা হলেন- জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকা ও জেসমিন সুলতানা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here