নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি শহিদ উল্যা লিটন (২৮) কে বাড়ীর সামনে থেকে মাক্রোবাসে তুলে নিয়ে গুলি করেছে দূর্বৃত্তরা। মমূর্ষ অবস্থায় লিটনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলার বিপুলাশর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটন সোনাইমুড়ীপৌরসভার ৯নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকার মো. হানিফের ছেলে।সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজি যোগে বাজার থেকে গোবিন্দপুর এলাকায় বাড়ীর সামনে গিয়ে নামে লিটন। এসময় কোন কিছু বুঝে উঠার আগে একদল দূর্বৃত্ত একটি মাইক্রোবাস নিয়ে পিছন থেকে লিটনকে তুলে নিয়ে যায়। পরে তারা লিটনের গায়ের শার্ট দিয়ে তার মুখ বেঁধে পেলে। রাত সাড়ে ১০টার দিকে দূর্বৃত্তরা কুমিল্লা জেলার বিপুলাশর এলাকায় নিয়ে ব্যাপক মারধর ও নির্যাতন শেষে লিটনের ডান পায়ে গুলি করে মুখ বাঁধা অবস্থায় গাড়ী থেকে পেলে দেয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তারা মমূর্ষ অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।