পাবনায় মনোনয়নপত্র বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র বাতিল

0
36

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে পাবনার ৫টি আসনের মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল যাদের হয়েছে তারা হচ্ছে, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের বিএনপি প্রার্থী মোঃ সালাউদ্দিন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি প্রার্থী হাসাদুল ইসলাম হীরা ও স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম এবং পাবনা-৫ (সদর ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোঃ ইসমাইল হোসেন। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার জসিম উদ্দিন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এসব তথ্য জানান। গত ২৮ নভেম্বর পাবনার ৫টি আসনে আওয়ামীলীগ বিএনপি সহ বিভিন্ন দলের মোট ৪২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here