প্রবাসী বাংলাদেশিদের ভিসাসহ নানা সমস্যার কথা বিবেচনা করে কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে কনস্যুলেট অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ১৭ ডিসেম্বর টরন্টোর ১৫০৫-২২৩৫ শেফার্ড অ্যাভিনিউ ইস্টে এ অফিস উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে এই কনস্যুলেট অফিস থেকে ভিসা, অ্যানডোর্সমেন্ট, ভ্রমণ, নো-ভিসা, সত্যায়িত, পাওয়ার অব অ্যাটর্নিসহ অভিবাসন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। পরবর্তীতে পাসপোর্ট ও ভিসা এবং ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে জানা গেছে।
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিজয়ের মাসে এ কনস্যুলেট অফিস উদ্বোধন করা হবে। রাজধানী অটোয়া থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরে টরন্টোতে এ অফিস চালু হলে প্রবাসীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। নতুন এই মিশন থেকে টরন্টো ছাড়াও অন্টারিও, সাচকাচোয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং ম্যানিটোবায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী এবং নাগরিকরা কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন।