নির্বাচন কমিশনের (ইসি) সবুজ সঙ্কেতের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হারুন-উর-রশিদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার ইসি থেকে গাজীপুরের সাবেক এসপি হারুনের ব্যাপারে ‘অভিযোগ নেই’ মর্মে চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ এ পদক্ষেপ নেয়। এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দাবির পরিপ্রেক্ষিতে গত বুধবার নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব ইসিতে পাঠায়। নারায়ণগঞ্জের সদ্য সাবেক এসপি আনিসুর রহমানকে বর্তমানে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে। গত ২৫ নভেম্বর ২০ দলীয় জোটের পক্ষ থকে লিখিত অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ এসপি আনিসুর রহমানের স্ত্রী ফাতেমা তুজ জহুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য থাকায় তার পক্ষে নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না।