মুক্তিযোদ্ধার নামফলক ভেঙ্গে ও রাস্তা কেটে প্রতিপক্ষকে শায়েস্তা !

0
47

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহচেনা পাড়ায় ক্ষমতার দাপট দেখিয়ে এক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে চলাচলের অনেক পুরানো একটি রাস্তার নামফল ভেঙ্গে, ইট উপড়ে ফেলে রাস্তাটি প্রকাশ্যে কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে করে ওই রাস্তাটি ব্যবহারকারী জনসাধারণকে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।

প্রশাসনের কতাদের কাছে এ নিয়ে ধরণা দিয়েও কোন সুরাহা খুঁজে পাচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্তরা দিশেহারা হয়ে পড়েছে। এদিকে প্রতিপক্ষের লোকজন ওই রাস্তার নাম ফলক ভেঙ্গে ও ইট উপড়ে রাস্তাটি কেটেই ক্ষান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ক্ষতিগ্রস্তরা রীতিমত উল্টো প্রতিপক্ষের লোকজনের হুমকি-ধমকির সম্মুখিন হচ্ছে।

ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সবুর জানান, রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসী যাতায়াত করে আসছেন। কাঁচা রাস্তাটিতে ইট বিছানোর জন্য জনসাধারণ প্রশাসন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার এর নিকট দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি উক্ত কাঁচা সড়কটি ব্রীক সলিন জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিমাপ করে দুই লক্ষ টাকা বরাদ্দও দেয়। তারপর ব্রীক সলিনের কাজ চলে শেষ হয়। এ রাস্তা দিয়ে অনেকেই চলাচল করে মদনহাট কিংবা কাটিরহাট যাওয়ার সহজ মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করে আসছি। সরকারীভাবে ইট বসানোর কয়েক মাস পর প্রতিপেক্ষের লোকজন রাস্তাটি কেটে দিয়েছে।

ওই এলাকার ক্ষতিগ্রস্ত স্থানীয় মো. আব্দুল, মো. শফিউল আজম, তহিদুল আলমসহ অনেকেই জানান, রাস্তাটি ব্রীক সলিন করার পর নামফলক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সবুর এর নাম দেওয়ার কারণে আক্রোশমূলক নানা ষড়যন্ত্র শুরু করে প্রতিপক্ষের লোকজন। গত ১৭ নভেম্বর ধলই ইউনিয়নের শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির সুলতান আহমদের পুত্র আলী আহমদ, আলী আকবরের পুত্র হামিদুল ইসলাম ইমতিয়াজ ও আজিজুল হকের পুত্র বাবরের নেতৃত্বে প্রায় ২শ ফুট দৈর্ঘ্য রাস্তাটির ইট উপড়ে ফেলে এবং রাস্তাটির দুইটি স্পটে কেটে দিয়েছে। এ রাস্তাটি কেটে দেওয়ার মুল কারণ হল নামকরণ। তাই আমাদের শায়েস্তা করতে এ রাস্তা কেটে দিয়েছে প্রতিপক্ষ। যদি নামকরণটা তাদের নামে হয় তাহলে রাস্তা থাকবে না হয় থাকবে না প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে এমনটাই দাবী করেছে।

এদিকে রাস্তাটি কেটে দেওয়ার কথা স্বীকারে করে অভিযুক্ত হামিদুল ইসলাম ইমতিয়াজ মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, নামকরণের জন্য আমরা ওই রাস্তাটি কাটি নাই। আমাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিক্তিহীন ও বানোয়াট। রাস্তাটি আমাদের জায়গায় পড়েছে। যারা রাস্তাটি নির্মাণ করেছে তারা আমাদের কাছ থেকে কোন প্রকার অনুমতি নেয়নি। এদিকে রাস্তা কেটে দেওয়ার ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদারকে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত একটি অভিযোগ দিতে বলে এবং উক্ত অভিযোগ পত্রে চেয়ারম্যান নিজেই ইউএনওকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন বলে তিনি জানান। এছাড়া এলাকার সচেতন নাগরিক সমাজ গ্রামীণ রাস্তা কেটে ফেলার ঘটনাটি সরজমিন পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উন্নয়ন কাজটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য নির্বাহী কর্মকর্তার নিকট জোরদাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here