একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগের দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলের নেতা-কর্মীদের সঙ্গে দুই ওসি অংশ নিয়ে মনোনয়নপত্রে হাত দিয়ে ফটো তোলায় জেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পলাশবাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সী এবং গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে অংশ নিয়ে মনোনয়নপত্রে হাত দিয়ে ছবি তোলেন। সাঘাটা থানার ওসির সঙ্গে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমানও অংশ নেন। তাদের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, বিষয়টি নজরে এসেছে।