প্রথমবার ফাহমিদার সুরে গাইলেন সামিনা

0
35

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী দুই বোন। সঙ্গীতের দুই গুণী শিল্পী অনেকের সঙ্গেই কাজ করেছেন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান।এবার প্রথমবারের মত ফাহমিদা নবীর সুরে ‘ও আমার জন্মভূমি শিরোনামে একটি দেশের গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী।

কোনো রঙিন কাগজে নয়/কোনো তুলির আঁচড়ে নয়/বুকের পাতায় রক্তের রঙে/এঁকেছি তোমার ছবি/ও আমার জন্মভূমি’-এমন কথার গানটি লিখেছেন রানা মাসুদ।সঙ্গীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী।বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ধানমন্ডির ২৭ নাম্বারে বর্ণের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, আমি ভালো কিছু করার চেষ্টা করেছি। সামিনার কথা মাথায় রেখেই গানটির সুর করা। গানটি গেয়ে সামিনাও খুব খুশি। সবচেয়ে বড় কথা, দুই বোনের প্রয়াসে ভালো একটি দেশের গান তৈরি হচ্ছে। আশা করছি, গানটি দর্শক- শ্রোতাদের মনে দেশপ্রেম জাগাতে সহায়ক ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, এককথায় গানটি খুবই ভালো হয়েছে। এতে কণ্ঠ দিয়ে আমি অভিভূত ও তৃপ্ত। বোনের সুরে প্রথমবার একটি দেশের গান করলাম, এজন্য নিজের মধ্যে দারুণ একটা ভালোলাগা কাজ করছে। আমি সুরকার ফাহমিদার সফলতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here