যশোরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন প্রার্থী

যশোর-৩ ও যশোর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার

0
73

যশোরের ৬ টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬২ জন প্রার্থী । এদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন (স্বতন্ত্রসহ), বিএনপির ১৪ জন, জামায়াতের ৪ জন রয়েছেন। আওয়ামী লীগ অবশ্য মনোনয়ন দিয়েছেন ৬ জনকে দলীয় প্রার্থীকে। বিএনপি তার শরিক জামায়াতসহ সব আসনেই একাধিক প্রার্থী দিয়েছেন কৌশলগত কারণে।

মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে মধ্যে বেশ কয়েক আলোচিত নেতার নাম রয়েছে। বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি; যাকে ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থী হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাকে দলে ফিরিয়ে এনে যশোর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তার সাথে বিএনপির অপর প্রার্থী দলের সাধারন সম্পাদক হাসান জহির ও জমা দিয়েছেন।

যশোর-৩ ও যশোর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে হৈচৈ ফেলে দিয়েছেন। বাদপড়া এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন, বিএনপির আবুল হাসান জহির, জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু, ইসলামী ঐক্যজোটের বখতিয়ার রহমান, জামায়াতের (স্বতন্ত্র) মাওলানা আজীজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতের (ধানের শীষ) আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হুসাইন, বিএনপির সাবিরা সুলতানা, আওয়ামী লীগের এবিএম আহসানুল হক (স্বতন্ত্র), বাংলাদেশ জাতীয় পার্টির (ড. এমএ মুকিত) বিএম সেলিম রেজা, বাসদের মো. আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুজ্জামান, জাকের পার্টির মুহাম্মদ মহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা শহিদুল ইসলাম ইনসাফী, আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, গণফোরামের মেজর (অব.) আসাদুজ্জামান, আওয়ামী লীগের অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), বিএনপির অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, ন্যাপের অ্যাডভোকেট এনামুল হক এবং জাতীয় পার্টির ফিরোজ শাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৩ (সদর) আসনে তরিকুল ইসলামের ছেলে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, জাকের পার্টির মনিরুজ্জামান, একই দলের অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, একই দলের শাহীন চাকলাদার, জাসদের (ইনু) রবিউল আলম, জেএসডির সৈয়দ বিপ্লব আজাদ, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন, বিএনএফের প্রশান্ত বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিএনপির ফারাজি মতিয়ার রহমান,জাকের পার্টির লিটন মোল্লা, জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক, আওয়ামী লীগের রণজিৎকুমার রায়, এনপিপির মুহাম্মদ আলী জিন্নাহ, বিএনপির ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জাতীয় পার্টির লে. কমান্ডার (অব.) এম শাব্বির আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির ইকবাল কবির জাহিদ, জেএসডির আব্দুস সালাম, বিএনপির (স্বতন্ত্র) তানিয়া রহমান সুমি, এলডিপির নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মণ্ড মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির শহীদ ইকবাল ,আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য্য, জাতীয় পার্টির এমএ হালিম, ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসি, জাকের পার্টির রবিউল ইসলাম, মোহাম্মদ মুসা (স্বতন্ত্র), কামরুল হাসান বারী- স্বতন্ত্র (আওয়ামী লীগ), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিজামুদ্দিন অমিত, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, জামায়াতের অ্যাডভোকেট গাজী এনামুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৬ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস , আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, একই দলের আবুল হোসেন আজাদ ও অমলেন্দু দাস অপু, ইসলামী আন্দোলনের মাওলানা ইউসুফ আলী বিশ্বাস, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু নূরুল ইসলাম খোকন (স্বতন্ত্র), বিএনএফের প্রশান্ত বিশ্বাস, জামায়াতের অধ্যাপক মোক্তার আলী, আওয়ামী লীগের শাহীন চাকলাদার এবং জাকের পার্টির প্রভাষক সাইদুজ্জামান,মনোনয়নপত্র জমা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here