ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে অভিনব কায়দায় প্রতারণায় জড়িত ১৫ বিদেশিকে আটক করেছে র্যাব-১। বুধবার দিনগত রাতে অভিযানে তাদের আটক করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিদেশিরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার ও অর্থ আত্মসাৎ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মুফতি মাহমুদ খান।