সেরা বিদ্যুৎ গ্রাহক ও সেরা বিদ্যুৎ কর্মীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করায় ডিপিডিসিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, এ ধরনের পুরস্কার বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াবে। বুধবার বিকেল বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ডিপিডিসির আয়োজনে বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে সেরা বিদ্যুৎ গ্রাহক ও সেরা বিদ্যুৎ কর্মীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ. খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপিডিসি’র পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ, পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারসহ অন্যান্য পরিচালকবৃন্দ ও কোম্পানির সচিব জয়ন্ত কুমার সিকদার। অনুষ্ঠানে ডিপিডিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নকল্পে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ বিতরণে ডিপিডিসি বদ্ধপরিকর। রাজধানীর বিদ্যুৎ বিতরণী ব্যবস্থা আরো নিরবিচ্ছিন্ন রাখতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসীকে আমরা শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব বলে বিশ্বাস করি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ. খান বলেন, ডিপিডিসি এ উদ্দ্যোগের ফলে গ্রাহক উৎসাহিত হয়ে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করবে।
ডিপিডিসি’র পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ বলেন, শতভাগ বিদ্যুৎ বিতরণে ডিপিডিসি বদ্ধপরিকর। পাশাপাশি তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সময় মত দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করার আহবান জানান ।
ডিপিডিসি’র পরিচালক (প্রশাসন) আবু তাজ মো: জাকির হোসেন বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে ডিপিডিসি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বনশ্রী ডিভিশনের সেরা গ্রাহক মোঃ শাহজাহান কবির বীর প্রতিক বক্তব্যে ডিপিডিসি কে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকারের শাসনামলে লোড শেডিংয়ের কথা আমরা নগরবাসী ভুলেই গিয়েছি। তবে জরাজীর্ণ বিদ্যুৎ বিতরণী লাইনগুলো দ্রুত পরিবর্তন করে সেবার মান আরো বৃদ্ধি করার আহবান জানান তিনি।
পরে অতিথিরা সেরা গ্রাহক ও সেরা বিদ্যুৎ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।