গাজীপুরের ৫টি আসনে মোট ৪৯ জনের মনোনয়নপত্র জমা ॥ ১১টি মনোনয়নপত্র জমা পড়ে নি॥

0
0

্এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বুধবার পর্যন্ত গাজীপুরের ৫টি আসনে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে অংশ নিতে মোট ৬০টি মনোনয়নপত্র উত্তোলন করা হলেও ১১জন তাদের মনোনয়নপত্র জমা দেন নি।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারেফুজ্জামান জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বুধবার পর্যন্ত গাজীপুরের ৫টি আসনে প্রার্থীতার জন্য মোট ৪৯ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। এ নির্বাচনে অংশ নিতে মোট ৬০টি মনোনয়নপত্র উত্তোলন করা হলেও জমা পড়ে ৪৯টি। অবশিষ্ট ১১টি মনোনয়নপত্র জমা পড়ে নি।

তিনি জানান, শেষদিন পর্যন্ত গাজীপুর-১ আসনে (জাতীয় সংসদের আসন নং-১৯৪) প্রার্থীতার জন্য মোট ১৪জন তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, বিএনপি’র তানবীর আহমেদ সিদ্দিকী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ, ইসলামিক আন্দোলন বাংলাদেশের আবুল বাশার, জাতীয় পার্টির মোঃ শরীফুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট’র (বিএনএফ) আরিফুল ইসলাম ও তরিকত ফেডারেশনের মোঃ হাসান উদ্দিন, গণফ্রন্ট’র আতিক মাহমুদ, বাসদ’র মোহাম্মদ রাহাত আহম্মেদ, বাংলাদেশ আওয়ামীলীগের মোঃ কামাল উদ্দিন সিকদার, মুসলিম লীগের মোঃ হুমায়ন কবীর, বিএনপি’র চৌধুরি ইশরাক আহমদ সিদ্দিকী, গণফোরাম’র মোঃ রফিকুল ইসলাম ও কৃষক শ্রমিক জনতালীগের মোঃ আলী হোসেন মন্ডল তাদের মনোনয়নপত্র জমা দেন। এ আসন থেকে মোট ১৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অবশিষ্ট ৩টি মনোনয়নপত্র জমা পড়েনি।

গাজীপুর-২ আসনে (জাতীয় সংসদের আসন নং-১৯৫) প্রার্থীতার জন্য মোট ৯জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ জিয়াউল কবীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল’র মোঃ আবদুল কাইয়ুম, বিএনপি’র এম মঞ্জুরুল করিম রনি ও মোঃ সালাহ উদ্দিন সরকার, বাংলাদেশ মুসলিম লীগ’র সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান নূর, ইসলামিক আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম, একই দলের মোঃ জয়নাল আবেদীন। এ আসন থেকে মোট ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অবশিষ্ট ৫টি মনোনয়নপত্র জমা পড়েনি।

গাজীপুর-৩ আসনে (জাতীয় সংসদের আসন নং-১৯৬) প্রার্থীতার জন্য মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন আওয়ামীলীগের ইকবাল হোসেন (সবুজ), বিএনপির এসএম রফিকুল ইসলাম, কৃষক শ্রমিক জনতালীগের ইকবাল সি্িদ্দকী ও মোঃ আঃ রহমান, জাকের পার্টির মোঃ নাসির উদ্দীন, জাসদ’র জহিরুল হক মন্ডল (বাচ্চু), জাতীয় পার্টি’র আফতাব উদ্দিন আহমেদ, ইসলামিক আন্দোলন বাংলাদেশের মো. রহমত উল্লাহ, বাসদ’র এসএম মফিজ উদ্দিন আহমদ ও তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম। এ আসন থেকে মোট ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ১টি মনোনয়নপত্র জমা পড়েনি।

গাজীপুর-৪ আসনে (জাতীয় সংসদের আসন নং-১৯৭) প্রার্থীতার জন্য মোট ৯জন প্রার্থীর সকলেই তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে আওয়ামীলীগের সিমিন হোসেন রিমি এমপি, বিএনপি’র শাহ রিয়াজুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম সরকার, বিএনএফ’র মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত, বাংলাদেশের কমিউনিস্টপার্টির মানবেন্দ্র দেব, জাকের পার্টির জুয়েল কবির, জাসদ’র মোঃ নাজিম উদ্দিন শেখ, জাতীয় পার্টি’র মোঃ মোশারফ হোসেন ও স্বতন্ত্র্য প্রার্থী মনির হোসেন তাদের মনোনয়নপত্র জমা দেন। এ আসন থেকে সংগ্রহকৃত মোট ৯টি মনোনয়নপত্রের সবক’টিই জমা পড়ে।

গাজীপুর-৫ আসনে (জাতীয় সংসদের আসন নং-১৯৮) প্রার্থীতার জন্য মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ (চুমকি) এমপি, বিএনপি’র গাজীপুর জেলা কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন, জাতীয় পার্টি’র রাহেলা পারভীন শিশির, ইসলামিক আন্দোলন বাংলাদেশ-এর (কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব) মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামিক ফ্রন্টের মোঃ আল আমিন দেওয়ান, জাকের পার্টির আমিনুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র্য মোঃ আবু আশরাফ ভ’ইয়া। এ আসন থেকে মোট ৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ২টি মনোনয়নপত্র জমা পড়েনি।

এদিকে মনোনয়নপত্র জমা দানের শেষদিন বুধবার সকাল হতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here