আজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস। নব্বইয়ের গণঅভ্যুত্থানে জীবন দেওয়া ডা. শামসুল আলম খান মিলনের ২৮তম শাহাদাতবার্ষিকী। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে সন্ত্রাসীদের গুলিতে এই দিনে নিহত হন ডা. মিলন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজ মঙ্গলবার সকাল ৮.৩০ টায় ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ এর নেতৃত্বে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।