মঙ্গলে অবতরণ করল ‘ইনসাইট’

0
0

সাত মাস ধরে মহাকাশে ভ্রমণের পর অবশেষে মঙ্গল গ্রহে অবতরণ করেছে নাসার যান ‘ইনসাইট’। অবতরণের কিছুক্ষণ পরই যানটি নাসার কাছে ‘বিপ’ শব্দ পাঠায়। এই শব্দের মাধ্যমে বোঝা গেছে, সেটি জীবিত ও ঠিক আছে। এছাড়া অবতরণের জায়গার ছবিও পাঠিয়েছে ওই যান। খবর সিএনএন’র। খবরে বলা হয়, মঙ্গলে পৌঁছাতে ইনসাইটকে ৩০ কোটি ১২ লাখ ২৩ হাজার ৯৮১ মাইল অতিক্রম করতে হয়েছে। এসময় মহাকাশে এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬ হাজার ২০০ মাইল।

ইনসাইট মঙ্গলে অবতরণের পর নাসার জেট প্রপুলশন ল্যাবরেটরির মিশন কন্ট্রোলের দায়িত্বে থাকা সবাই আনন্দে ফেটে পড়ে। এই অবতরণের দৃশ্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সরাসরি উপভোগ করেছেন। নিউইয়র্কের টাইমস স্কয়ারে এটা সরাসরি সম্প্রচার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here