বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানোনয়ন পত্র জমা দেয়ার সময় বলেন, আপনারা নিরপেক্ষ ভাবে সঠিক এবং সুষ্ঠ দায়িত্ব পালন করলে একটা গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সময় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাঁকে আস্বস্ত করেন। রিটার্নিং কর্মকর্তাও সকলের সহযোগিতা কামনা করেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ মনোনয়ন পত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আওয়ামীলীগের নেতারা বিএনপিতে যোগদান করার উদ্দেশ্য হচ্ছে ধানের শীষে জোয়ার এসে গেছে। আওয়ামী লীগের নেতারা বিএনপি ও গণফোরামে যোগ দেয়ার মানি হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়হীনতা এবং জনপ্রিয়তা নেই সেটাই প্রমান করে। বিচারপতি আবদুল আজিজ তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তাঁকে ছুটি নিতে বাধ্য করা হয়েছিল। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের আত্মসম্মান বোধ থাকলে তিনি অনেক আগে পদত্যাগ করতেন। তিনি নিলর্জ্জ, নির্বাচন কমিশনকে সকলের আস্থা অর্জন করতে হবে।
সরকারি দলের আস্থা এক জিনিস আর বিরোধী দলের আস্থা অর্জন করা অন্য জিনিস। সুতারাং দেখতে হবে তিনি বিরোধী দলের আস্থা অর্জন করতে পেরেছেন কিনা। এখন পর্যন্ত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ কমিশন একটি কাজও করেননি। তাদের আইন অনুযায়ি তারা যেটা করতে পারতেন তা তারা করছেন না। তারা একটা নিরপেক্ষ কাজ করে দেখাতে পারতেন, তারা নিরপেক্ষ ভাবে কাজ করছেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যা কিছু করেছেন তা সরকারের জন্য করছেন। তাহলে তাদের ওপর সাধারণ মানুষের আস্থা থাকবে কি করে। ড. কামাল হোসেনও বলেছেন, আমরা বলি একমাস কেন, তিনি নির্বাচনের এক সাপ্তাহ আগেও পদত্যাগ করতে পারেন। নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। এটা আমরা আগে থেকে বলে আসছি। আজকে যদি ভারত বা অন্য কোন দেশে নির্বাচন কমিশনারের ওপর অনাস্থা দিত, তাহলে তিনি বিতর্ক উঠার সাথে সাথে পদত্যাগ করত। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় আমাদের দেশে সে ধরনের আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যাক্তির খুবই অভাব। বর্তমান নির্বাচন কমিশন যদি পদত্যাগ করতে না চায়, তিনি আরো সম্মানের সাথে ছুটির আবেদন করে এক মাসের জন্য দেশের বাহিরে চলে যেতে পারেন। যে আস্থা অর্জন করতে পারেনি, সে ওই পদে থাকার নৈতিক কোন অধিকার নেই। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, পৌরসভা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন ছগির, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ প্রমূখ।
তিনি আরো বলেন, বিচারিক আদলতটা চূড়ান্ত আদালত নয়। বিচারিক আদালতে দুই বছর বা ততোধিক দন্ডপ্রাপ্ত হলে নির্বাচন করতে পারবেনা সেটা সঠিক নয়। কারণ যখন কেউ আপিল ফাইল করে সেটা কন্টিনিউশন অফ ট্রায়াল টাইম হিসেবে ধরা হয়। বিচারিক আদালত হলো নি¤œতম আদালত। তার ওপর উচ্চ আদালত আছে। এর পর আপিল বিভাগ আছে। আপিল বিভাগ হচ্ছে শেষ আদালত। একজনের শাস্তি বহাল রাখবে কি রাখবেনা তার ওপর নির্ভর কবরে তিনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না। এটি হচ্ছে মইন উদ্দিন, ফখরুদ্দিন সময়কার আইন। তখন জরুরী আইন ঘোষিত ছিল। জরুরী আইনের মধ্যে অসাংবিধানিক সরকার তারা একটি বিধান করেছে। জরুরী আইনের মধ্যে তারা একটি আইন করেছিল, দুই বছর বা দুই বছরের নিচে কারো সাজা হলে তারা নির্বাচনে অযোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে। এখন দেশে জরুরী অবস্থা নেই। জরুরী বিধি মালাও এখন নেই। এক মাস আগে সিদ্ধান্ত হয়েছে হাইকোর্ট ডিভিশনে বলছে যে, একজন সাজাপ্রাপ্ত হলে তারপর তিনি যদি এসে আদালতকে বুঝাতে পারেন, এটা যদি স্থগিত করা না হয় আমি যদি নির্বাচন করতে না পারি আমার অপূরণীয় ক্ষতি হবে। আদলত যদি সে বিষয়ে কনফিস্ট হন, আদালত ওই ব্যাক্তিকে নির্বাচন করার সুযোগ দেবে। জনগণই তো ক্ষমতার উৎস। জনগণের ওপর আদালত নেই, জনগণই সর্বোচ্চ আদালত। এটা নির্ভর করবে কেইস টু কেইস। এ রায় ষড়যন্ত্র মূলক এবং দূরভিসন্ধি মূলক রায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য সরকারের ইশারায় এ ধরনের রায় দেয়া হয়েছে। সত্যিকার অর্থে বাংলাদেশে সুষ্ট একটি অবাধ নির্বাচনের পরিবেশ যদি থাকত, তাহলে এ ধরনের কোন মামলা হতো না। দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনে যাতে করে বিরোধীদল অংশ গ্রহণ করতে না পারে তারই ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব মামলা করা হয়েছে।