ঢাকা টেস্টের দলে নেই ইমরুল

0
0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে জায়গা পাননি এই সংস্করণে ধুঁকতে থাকা ইমরুল কায়েস। ঢাকা টেস্টের দলে এই একটিই পরিবর্তন এনেছে চট্টগ্রামে জিতে এগিয়ে থাকা বাংলাদেশ।পুরোপুরি সেরে না উঠায় আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টের দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল।গত রোববার সন্ধ্যায় একটি স্ক্যান করানো হয় তামিমের। সেটির রিপোর্টে দেখা যায় চোটের জায়গায় এখনও খানিকটা তরল জমা হয়ে আছে। ভেতরে ফুলেও আছে খানিকটা। একই জায়গায় আবার চোট পেলে ওয়ানডে সিরিজ তো বটেই, ছিটকে যেতে হতে পারে লম্বা সময়ের জন্য। সেই ঝুঁকি নেয়নি দল।প্রস্তুতি ম্যাচে ভালো করে চট্টগ্রাম টেস্টের দলে পরে ডাক পাওয়া সাদমান ইসলাম টিকে গেছেন। দলে ওপেনার দুই জন থাকায় ঢাকায় ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের অভিষেক অনেকটাই নিশ্চিত।

এমএ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সাদমান খেলেন ৭৩ রানের ইনিংস। সদ্য সমাপ্ত জাতীয় লিগে সর্বোচ্চ রান েেস্কারার তিনি, ৬৪.৮০ গড়ে করেন ৬৪৮ রান। লিগে একমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেন এবার ১ হাজারের বেশি বল।এবার লিগের প্রথম ম্যাচে স্বাদ পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম দেড়শ রানের। সেই ১৫৭ রান ছাড়িয়ে পরের ম্যাচেই করেছিলেন ১৮৯। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায় পার হয়ে জাতীয় দলে আসেন সাদমান। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী।

বয়সভিত্তিক পর্যায় থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য বেশি মানানসই মনে করা হয়েছে তার ব্যাটিং। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরিতে ৩ হাজার ২৩ রান করেছেন ৪৬.৫০ গড়ে। অনেক পরিশ্রম করে ডিফেন্সে উন্নতি করে টেস্টে এর ফল পাওয়ার অপেক্ষায় বাঁহাতি এই ওপেনার। টেস্টে বাংলাদেশের উদ্বোধনী জুটি ধুঁকছে অনেক দিন ধরে। ভালো শুরু এনে দিতে এবার স্বাগতিকদের বাজি হতে পারে দুই তরুণ সৌম্য সরকার ও সাদমানের জুটি। সব শেষ ২২ টেস্টে কোনো ফিফটি নেই ইমরুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানে জেতা প্রথম টেস্টে করেন ৪৪ ও ২ রান। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ফর্মের জন্য বাদ পড়েননি বাঁহাতি এই ওপেনার। ইমরুল ভুগছেন কাঁধের ও পায়ের অগ্রভাগের চোটে।ওর সেরে উঠতে দশ দিনের মতো সময় লাগতে পারে। ওকে ওয়ানডে সিরিজের শুরু থেকে পাওয়ার ব্যাপারে আমরা আশবাদী।দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here