মনোনয়ন না দেওয়ায় ঢাকা- ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামীলীগের সমর্থকরা। ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার বেলা ১১টা থেকে অসংখ্য নেতাকর্মী উপজেলা পরিষদের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
নেতাকর্মীরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা রাস্তার ওপর শুয়ে-বসে নানা স্লোগান দিতে থাকেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। নেতাকর্মীরা কামরুল ইসলামের পরিবর্তে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে সকাল থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেরানীগঞ্জ উপজেলা চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তাঁরা রাস্তা অবরোধ করে শাহিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। স্লোগানে শাহিন আহমেদের সমর্থকরা বলতে থাকেন, ডাক দিয়েছে শাহিন ভাই, ভয় নাই, ভয় নাই’; ‘ঢাকা-২-এর মাটি, শাহিন ভাই খাঁটি’; শাহিন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; শাহিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’; ঢাকা-২-এর নমিনেশন মানি না, মানব না। কর্মসূচিতে এলাকার হাজার হাজার পুরুষ ও নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।জানতে চাইলে এক সমর্থক বলেন, ‘সমস্ত নেতাকর্মী আমাদের শাহিন আহমেদের পক্ষে। কিন্তু তার পরও তাঁর নমিনেশন না পাওয়ায় আমরা ব্যথিত। কারণ হলো, এ অবস্থায় আমরা আশা করব, যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের এই ঢাকা-২ আসনের নমিনেশন চেঞ্জ করবেনআরেক সমর্থক বলেন, ঢাকা-২-এর উন্নয়ন করতে গেলে শাহিন আহমেদের কোনো বিকল্প নেই। আজকে দেখেন শাহিন আহমেদের জন্যে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়েছে শাহিন আহমেদের নমিনেশনের জন্য। নৌকা মার্কায় যদি জয়যুক্ত হতে হয়, শাহিন আহমেদকেই দরকার বলে আমি মনে করি।’
ফরিদপুরঃফরিদপুরÑ২ (নগরকান্দা ও সালথা)আসনে বর্তমান সাংসদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। নেতাকর্মীরা সোমবার সকাল ১১ টায় ঢাকাÑ খুলনা মহাসড়কে নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে অবরোধ সৃষ্টি করে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘ ১ ঘন্টা চলে এ অবরোধ। এতে সড়কে অবরোধের দু’পাশে কয়েক হাজার গাড়ী লাইনে আটকে পড়ে। এতে জনসাধারন ও যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে।প্রসঙ্গত রোববার আওয়ামী লীগের মনোনয়নের চিঠি বিতরনে দ্বিতীয় দিনে ফরিদপুর – ২ আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এরই মাঝে এই আসনে জকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে প্রচার হলে রাস্তায় নেমে পড়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।সরেজমিনে গিছে দেখাগেছে নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার জয়বাংলার মোড়ে জড়ো হয়ে সড়কে গাছের গুড়ি ফেলিয়ে ও টায়ার জ¦ালিয়ে অবরোধ করে। এসময় নেতাকর্মীরা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিতে হবে বলে বিভিন্ন শ্লোগান দিতে শুনাগেছে। ঘন্টা ব্যাপী অবরোধের পর বেলা সোয়া বারোটার দিকে সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিয়েছে এ খবরে অবরোধ তুলে নেয় নেতাকর্মীরাসংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিকের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই মহাসড়ক অবরোধ করে। এ সময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রী যাকে নৌকা দিবেন আমরা তারই কাজ করবো। তবে সৈয়দা সাজেদা চৌধুরী জীবিত থাকা অবস্থায় এ আসনে অন্য কাউকে আমরা মেনে নেবো না।কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর-২ আসনে মহাজোট থেকে মো: জাফর আলীকে নৌকা মার্কায় মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ। সোমবার সকাল থেকে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে বিভিন্ন স্থান থেকে নৌকা সমর্থকরা জড়ো হয়।এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী এমএ করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ বাবুল, কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, আবদার হোসেন বুলু, ছাত্রনেতা তাপস, মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব ও রাকিবুজ্জামান রনিসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।এছাড়াও নির্বাচনী এলাকার কুমরপুর, কাঁঠালবাড়ী, খলিলগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিকেল তিনটে থেকে পূণরায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।
এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতারা কুড়িগ্রাম-২ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন করা অথবা উন্মুক্তভাবে নির্বাচনের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।উল্লেখ্য, এই আসন থেকে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মেজর জেনারেল আমসাআ আমিন গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টে ও সহ-সভাপতি পনির উদ্দিন আহমদ পদত্যাগ করে জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেন। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে হাজী মো. মঈন উদ্দিন মঈনকে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগ এর অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকাল পৌনে তিনটা থেকে বিকাল পৌনে চারটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর থেকে রেলগেইট পর্যন্ত অবরোধ করে রাখে দলীয় নেতাকর্মীরা। এসময় রাস্তার দুপাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বিকাল ৪টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দ নেতাকর্মীরা। বিকাল সাড়ে চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দলীয় নেতাকর্মীরা জানান, ২৫ নভেম্বর সকাল থেকে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন দেয়া শুরু করেন ক্ষমতাসীন দলটি থেকে। ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামীলীগ এর মনোনয়ন দেয়া হলেও জোটের জন্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি রেখে দেয় দলটি। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এর সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈন। তিনি দীর্ঘদিন যাবত এই আসনে মনোনয়ন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাই তৃণমূলের পছন্দ মঈন উদ্দিন মঈনকে দলীয় মনোনয়ন না দেয়ার কারনে ফুসে উঠে দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাকিতায় সোমবার বিকালে আশুগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে স্থানীয় রেলগেইটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। বিকাল পৌনে চারটার দিকে অবরোধ তুলে নিয়ে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় এক পথসভা করেন নেতাকর্মীরা। আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু রেজভী আহমেদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহসভাপতি মো. শাহ আলম, কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মো মারুফ আহমেদ রনি, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মামুনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মানু মজুমদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।সোমবার দুপুর ১২টার দিকে কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার এলাকায় নেত্রকোনা-কলমাকান্দা সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোনা-১ আসনের বর্তমান সাংসদ হলেন আওয়ামী লীগের ছবি বিশ্বাস। এই আসনে এবার ২৬ জন নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।আওয়ামী লীগ এবার ছবি বিশ্বাসকে মনোনয়ন না দিয়ে তাঁর বোনের জামাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারকে নৌকা প্রতীক দেয়। অথচ মানু মজুমদারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। এ কারণে কলমাকান্দায় তিনি বহিরাগত হিসেবে পরিচিত।মানু মজুমদারকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে কলমাকান্দার গুতুরা বাজারে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে রাস্তায় শুয়ে পড়েন। তাঁরা বহিরাগত মানু মজুমদারের পরিবর্তে কলমাকান্দার কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের হটাতে চাইলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় খায়রুল ইসলাম নামের এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বিক্ষোভের ফলে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।