নীলফামারীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক ॥

0
50

নীলফামারতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় মানিক রায়(২৫) নামের ধর্ষককে আটক করেছে পুলিশ।আটককৃত ধর্ষককে সোমবার (২৬শে নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে । রবিবার (২৫নভেম্বর) রাত নয়টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা দেবীরডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। মানিক একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ধীরেন রায়ের ছেলে। পুলিশ জানায়, ২২শে নভেম্বর বিকেলে দেবীরডাঙ্গা এলাকার একটি চাতালে খেলা করার সময় একই এলাকার প্রতিবন্ধী ওই শিশুকে মিল চাতালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষক বিষয়টি প্রকাশ না করতে মেয়েটিকে ভয়ভীতি দেখালেও শারীরিক অসুস্থ্যতার এক পর্যায়ে জানাজানি হওয়ায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে।
এ ঘটনায় মেয়েটির ভাই সুমন ইসলাম বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করলে রবিবার রাতেই ধর্ষক মানিককে আটক করে পুলিশ। (মামলা নং ২৬)। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার এসআই হারিছুর রহমান সুজন বলেন, আটক মানিক ধর্ষণের কথা স্বীকার করেছে আমাদের কাছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে হাসপাতালে। পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকগণ।

মহিনুল ইসলাম সুজন, বিশেষ প্রতিনিধি॥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here