যেসব আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন দু’জন

0
0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে। প্রতিটি আসনে একজন করে প্রার্থী হলেও কিছু আসনে দুইজন সম্ভাব্য প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যেসব আসনে দুইজনকে চিঠি দেয়া হয়েছে সেগুলোতে পরে একজনকে বাছাই করা হবে।

দুইজনকে চিঠি দেয়া হয়েছে এমন কয়েকটি আসন হলো–

কিশোরগঞ্জ-১: এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এ আসনে মশিউর রহমান হুমায়ুনকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা-৫: হাবিবুর রহমান মোল্লার সঙ্গে মনোনয়নের চিঠি পেয়েছেন মনিরুল ইসলাম মনু।

হবিগঞ্জ-৪: এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সাথে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।

লক্ষীপুর-৩: এই আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here