একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে থেকে এই চিঠি দেওয়া শুরু হয়। এবারের ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যুক্ত হয়েছে নতুন মুখ। তারা হলেন— সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিম পিরোজপুর-১, দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম শরীয়তপুর -২,ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম-৯, সাইফুজ্জামান শেখর মাগুড়া-১, অসীম কুমার উকিল নেত্রকোণা-৩।
এ ছাড়াও আছেন সাদেক খান ঢাকা-১৩, শেখ জামাল জুয়েল খুলনা-২, আহমেদ ফিরোজ কবির পাবনা-২, মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২, নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২, সাবেক গভর্নর ড. ফরাসউদ্দীন আহমেদ হবিগঞ্জ-৪, বিতর্কিত আমানুর রহমান খান রানার পরিবর্তে তার বাবা আতাউর রহমান খান টাঙ্গাইল-৩, আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আকতার চৌধুরী কক্সবাজার-৪ ও হবিগঞ্জে ফরাসউদ্দীনের পাশাপাশি মাহবুব আলীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।