নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

0
41

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে থেকে এই চিঠি দেওয়া শুরু হয়। তবে ৩০০ আসনে কারা আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন, কোন আসনগুলো জোট শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন আসনে মনোনীতরা সকাল থেকে আওয়ামী লীগ কার্যালয়ে এসে দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করছেন।

আজ দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন যারা-

আওয়ামী লীগ প্রার্থী

নামআসন
দলীয় সভানেত্রী : শেখ হাসিনাগোপালগঞ্জ-৩ ও রংপুর-৬
সাধারণ সম্পাদক : ওবায়দুল কাদেরনোয়াখালী-৫
ঢাকা সিটি
কামরুল ইসলামঢাকা-২
নসরুল হামিদঢাকা-৩
শেখ ফজলে নূর তাপসঢাকা-১০
সাবের হোসেন চৌধুরীঢাকা-৯
একেএম রহমতুল্লাহঢাকা-১১
আসাদুজ্জামান খাঁনঢাকা-১২
সাদেক খানঢাকা-১৩
আসলামুল হকঢাকা-১৪
কামাল আহমেদ মজুমদারঢাকা-১৫
ইলিয়াস উদ্দিন মোল্লাঢাকা-১৬
সালমান এফ রহমানঢাকা-১
হাজী সেলিমঢাকা-৭

 

ঢাকা বিভাগ
আ ক ম মোজাম্মেল হকগাজীপুর-১
জাহিদ আহসান রাসেলগাজীপুর-২
সিমিন হোসেন রিমিগাজীপুর-৪
মেহের আফরোজ চুমকিগাজীপুর-৫
লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)নরসিংদী-১
সিরাজুল ইসলাম মোল্লানরসিংদী-৩
অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূননরসিংদী-৪
গাজী গোলাম দস্তগীরনারায়ণগঞ্জ-১
নজরুল ইসলাম বাবুনারায়ণগঞ্জ-২
একেএম শামীম ওসমাননারায়ণগঞ্জ-৪
কাজী কেরামত আলীরাজবাড়ী-১
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনফরিদপুর-৩
কাজী জাফরউল্লাহফরিদপুর-৪
লে. কর্নেল (অব) ফারুক খানগোপালগঞ্জ-১
শেখ ফজলুল করিম সেলিমগোপালগঞ্জ-২
শেখ হাসিনাগোপালগঞ্জ-৩
নূর-ই-আলম চৌধুরী লিটনমাদারীপুর-১
শাজাহান খানমাদারীপুর-২
একেএম এনামুল হক শামীমশরীয়তপুর-২
ইকবাল হোসেন অপুশরীয়তপুর-১
নাহিম রাজ্জাকশরীয়তপুর-৩
ড. আবদুর রাজ্জাকটাঙ্গাইল-১
আতাউর রহমান খানটাঙ্গাইল-৩
হাসান ইমাম খানটাঙ্গাইল-৪
ছানোয়ার হোসেনটাঙ্গাইল-৫
খন্দকার আবদুল বাতেনটাঙ্গাইল-৬
একাব্বর হোসেনটাঙ্গাইল-৭
সৈয়দ আশরাফুল ইসলামকিশোরগঞ্জ-১
রেজওয়ান আহমেদ তৌফিককিশোরগঞ্জ-৪
নূর মোহাম্মদকিশোরগঞ্জ-২
আফজাল হোসেনকিশোরগঞ্জ-৫
নাজমুল হাসান পাপনকিশোরগঞ্জ-৬
এএম নাঈমুর রহমান দুর্জয়মানিকগঞ্জ-১
জাহিদ মালেক স্বপনমানিকগঞ্জ-৩
সাগুফতা ইয়াসমিন এমিলিমুন্সীগঞ্জ-২
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসমুন্সীগঞ্জ-৩
আনোয়ারুল আশরাফ খাননরসিংদী-২
মনজুর হোসেনফরিদপুর-২

 

ময়মনসিংহ বিভাগ
মির্জা আজমজামালপুর-৩
রেজাউল করিম হিরাজামালপুর-৫
আতিউর রহমান আতিকশেরপুর-১
মতিয়া চৌধুরীশেরপুর-২
একেএম ফজলুল হক চানশেরপুর-৩
জুয়েল আরেংময়মনসিংহ-১
অ্যাডভোকেট মোসলেম উদ্দিনময়মনসিংহ-৬
ফাহমী গোলন্দাজ বাবেলময়মনসিংহ-১০
অসীম কুমার উকিলনেত্রকোনা-৩

 

চট্টগ্রাম
ফরহাদ হোসেন সংগ্রামব্রাহ্মণবাড়িয়া-১
অ্যাডভোকেট আনিসুল হকব্রাহ্মণবাড়িয়া-৪
ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলামব্রাহ্মণবাড়িয়া-৬
অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকুমিল্লা-৫
আ ক ম বাহাউদ্দিন বাহারকুমিল্লা-৬
অধ্যাপক আলী আশরাফকুমিল্লা-৭
আ হ ম মুস্তফা কামাল লোটাসকুমিল্লা-১০
মুজিবুল হককুমিল্লা-১১
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)চাঁদপুর-২
ডা. দীপু মনিচাঁদপুর-৩
নিজামউদ্দিন হাজারীফেনী-২
এইচএম ইব্রাহিমনোয়াখালী-১
ওবায়দুল কাদেরনোয়াখালী-৫
একেএম শাজাহান কামাল ও গোলাম ফারুকলক্ষ্মীপুর-৩
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনচট্টগ্রাম-১
ড. হাছান মাহমুদচট্টগ্রাম-৭
ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলচট্টগ্রাম-৯
সাইফুজ্জামান চৌধুরী জাবেদচট্টগ্রাম-১৩
সাইমুম সরওয়ার কমলকক্সবাজার-৩
শাহীন আক্তার চৌধুরীকক্সবাজার-৪
কুজেন্দ্র লাল ত্রিপুরাখাগড়াছড়ি
বীর বাহাদুর উ শৈ সিংবান্দরবান

 

সিলেট বিভাগ
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসুনামগঞ্জ-১
জয়া সেনগুপ্তাসুনামগঞ্জ-২
এমএ মান্নানসুনামগঞ্জ-৩
মুহিবুর রহমান মানিকসুনামগঞ্জ-৫
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও মো. মাহবুব আলীহবিগঞ্জ-৪
মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসসিলেট-৩
ইমরান আহমদসিলেট-৪
নুরুল ইসলাম নাহিদসিলেট-৬
শাহাব উদ্দিনমৌলভীবাজার-১
সৈয়দা সায়রা মহসিনমৌলভীবাজার-৩

 

রাজশাহী
অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনপঞ্চগড়-২
রমেশচন্দ্র সেনঠাকুরগাঁও-১
দবিরুল ইসলামঠাকুরগাঁও-২
খালিদ মাহমুদ চৌধুরীদিনাজপুর-২
ইকবালুর রহিমদিনাজপুর-৩
আবুল হাসান মাহমুদ আলীদিনাজপুর-৪
অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারদিনাজপুর-৫
আসাদুজ্জামান নূরনীলফামারী-২
মোতাহার হোসেনলালমনিরহাট-১
নুরুজ্জামান আহমেদলালমনিরহাট-২
টিপু মুনশিরংপুর-৪
এইচএন আশিকুর রহমানরংপুর-৫
মাহাবুব আরা বেগম গিনিগাইবান্ধা-২
ডা. ইউনুস আলী সরকারগাইবান্ধা-৩
শামসুল আলম দুদুজয়পুরহাট-১
আবু সাঈদ আল মাহমুদ স্বপনজয়পুরহাট-২
আবদুল মান্নানবগুড়া-১
হাবিবুর রহমানবগুড়া-৫
সাধনচন্দ্র মজুমদারনওগাঁ-১
শহীদুজ্জামান সরকারনওগাঁ-২
আবদুল মালেকনওগাঁ-৫
ইসরাফিল আলমনওগাঁ-৬
ওমর ফারুক চৌধুরীরাজশাহী-১
প্রকৌশলী এনামুল হকরাজশাহী-৪
শাহরিয়ার আলমরাজশাহী-৬
অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকনাটোর-৩
মোহাম্মদ নাসিমসিরাজগঞ্জ-১
ডা. হাবিবে মিল্লাতসিরাজগঞ্জ-২
আবদুল মজিদ মন্ডলসিরাজগঞ্জ-৫
হাসিবুর রহমান স্বপনসিরাজগঞ্জ-৬
আহমেদ ফিরোজ কবিরপাবনা-২
মকবুল হোসেনপাবনা-৩
শামসুর রহমান শরীফ ডিলুপাবনা-৪
গোলাম ফারুক প্রিন্সপাবনা-৫

 

 

খুলনা বিভাগ
ফরহাদ হোসেন দোদুলমেহেরপুর-১
মাহবুবউল আলম হানিফকুষ্টিয়া-৩
আবদুর রউফকুষ্টিয়া-৪
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনচুয়াডাঙ্গা-১
আলী আজগার টগরচুয়াডাঙ্গা-২
শেখ আফিল উদ্দিনযশোর-১
কাজী নাবিল আহমেদযশোর-৩
রণজিৎ কুমার রায়যশোর-৪
স্বপন ভট্টাচার্যযশোর-৫
ইসমাত আরা সাদেকযশোর-৬
বীরেন শিকদারমাগুরা-২
সাইফুজ্জামান শিখরমাগুরা-১
শেখ হেলাল উদ্দিনবাগেরহাট-১
হাবিবুন্নাহারবাগেরহাট-৩
মাশরাফি বিন মর্তুজানড়াইল-২
পঞ্চানন বিশ্বাসখুলনা-১
শেখ জুয়েলখুলনা-২
মুন্নুজান সুফিয়ানখুলনা-৩
আবদুস সালাম মুর্শেদীখুলনা-৪
নারায়ণচন্দ্র চন্দখুলনা-৫
অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকসাতক্ষীরা-৩
এসএম জগলুল হায়দারসাতক্ষীরা-৪
অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভুবরগুনা-১
শওকত হাচানুর রহমান রিমনবরগুনা-২

 

বরিশাল বিভাগ
এস এম শাহজাদাপটুয়াখালী-৩
তোফায়েল আহমেদভোলা-১
নুরুন্নবী চৌধুরী শাওনভোলা-৩
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবভোলা-৪
আবুল হাসানাত আবদুল্লাহবরিশাল-১
অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসবরিশাল-২
পংকজ দেবনাথবরিশাল-৪
জেবুন্নেছা আফরোজবরিশাল-৫
আমির হোসেন আমুঝালকাঠি-২
শ ম রেজাউল করিমপিরোজপুর-১

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর; তার আগেই জোট-মহাজোটগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত করছে দলগুলো।‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here