একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
রবিবার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।
আজ ২৩০ আসনে দলের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেয়া হয়েছে। দুয়েকটি আসনে একাধিক ব্যক্তিকেও চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে নওগাঁ ছয়টি আসনের মধ্যে যারা দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেনঃ
নওগাঁ-১ আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদার।
নওগাঁ-২ আসন থেকে কে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শহীদুজ্জামান সরকার।
নওগাঁ-৩ আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার।
নওগাঁ-৪ আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রমানিক।
নওগাঁ-৫ আসনে আ’লীগের মনোনয়ন পেয়েছেন নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ-৬ আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম