ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত: ফখরুল

0
56

সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার দুপুর ১২টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, আগামী নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের। ধৈর্য ধরে থাকতে পারলে বিজয় সুনিশ্চিত। এর আগে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here