আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে পাবনায় মানববন্ধন

0
25

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আমরাই পারি জোট, ওয়াইডাব্লিউসিএ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা ও যৌন হয়রানী নির্মুল করণ নেটওয়ার্ক, পাবনার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সুচিতা, উদ্দীপনা, দর্পন, পড়শী, নাজিরপুর মহিলা সংস্থা, আসিয়াবসহ স্থানীয় বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, আইনজীবি, সুশীল সমাজ এবং সাংস্কৃতিক কর্মিরা অংশ গ্রহন করেন। সংক্ষিপ্ত মানববন্ধন সমাবেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্য বিয়ে রোধ, যৌন হয়রানী বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন আমরাই পারি জোটের পাবনার চেয়ারপার্সন আব্দুল মতীন খান, বাঁচতে চাই‘র আব্দুর রব মন্টু, আসিয়াবের আব্দুস সামাদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ান কর্মসূচির ব্যবস্থাপক লুইস গোমেজ, আমরাই পারি‘র আশিকুর রহমান, মেজনিনের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আখতার, দর্পনের আনোয়ার হোসেন, উদ্দীপনার আলেয়া খাতুন, নাজিরপুর মহিলা সংস্থার নাজিরা পারভিন, সাংস্কুতিক সংগঠক কোবাদ হোসেন, সুচিতার নাসরিন পারভীন প্রমুখ। এবারের প্রতিপাদ্য ছিলো ‘‘ নারীর কথা শুনবে বিশ্বঃ কমলা রংয়ের নুতন দৃশ্য’’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here