বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি, পর্দা উঠছে ৫ জানুয়ারি

0
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট ইতোমধ্যে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের পর বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি পর্দা উঠবে ষষ্ঠ আসরের। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। এবার বিপিএলে নতুনত্ব হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

আসরের ম্যাচগুলো শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট) এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)- এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এবারের আসরের প্রতি ‘ম্যাচ-ডে’তে দু’টি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যতিত দিনের প্রথম খেলা দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে। আর ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় এবং রাতের খেলা সন্ধ্যা ৭টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here