আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ আগামীকাল

0
59

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তিনশত আসনের প্রার্থী চ‚ড়ান্ত। আগামীকাল রোবার চ‚ড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একস‚ত্র এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আওয়ামী লীগের প্রার্থী তালিকা চ‚ড়ান্ত করে অফিসে জমা রাখা হয়েছে আগামীকাল তিনশত আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে নেত্রীর নির্দেশ অনুযায়ী। প্রার্থী কি পরিমান পরিবর্তন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী পরিবর্তন কিছুটা হয়েছে। প্রধানমন্ত্রী যাকে ফেয়ার মন করছেন তাকে চুড়ান্ত করেছেন। তবে দলের মধ্যে থাকা কয়েকজন হেভিওয়োট প্রার্থীদের ও পদধারী নেতাদের ধোঁয়াসা কাটেনি। জরিপ রিপোর্ট অনুযায়ী এলাকার জনপ্রিয়তা ভিত্তিতেই মনোনয়ন দেয়া হচ্ছে। তবে নিজেদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরোধীতা করলে চিরস্থায়ী ভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হবে এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনা আগে থেকে বলে দিয়েছেন।

শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে বলেন, আমাদের প্রার্থী তালিকা চ‚ড়ান্ত করা হয়েছে কাল অথবা পরশু মধ্যেই আমরা তালিকা প্রকাশ করব। শরিক দল কয়টা আসন পেতে পারে?

আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে ৬০-৬৫ টি বেশি আসন দেয়া হবে। এর মধ্যে জাতীয় পার্টি পাচ্ছে ৩৬ টি আসন। সূত্রমতে, জাতীয় পাটি কে ৩৬ টি দেয়া হচ্ছে। ঢাকার মধ্যে দুই থেকে তিনটি আসন দেয়া হতে পারে। বাকি সকল আসন দেয়া হচ্ছে প্রার্থীদের এলাকায়। তবে সকল শরিকদেরও মনোনয়ন এলাকার জনপ্রিয়তা নিশ্চিত করে দেয়া হবে। জাতীয় পার্টি এছাড়াও অন্যান্য শরিকদের ঢাকার মধ্যে আরো দুইটি আসন বন্টন করা হবে।

এদিকে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও মহাজোট শরিকদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘ ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গে ইন্টারনার্ল আলোচনা করেছি।, এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনা হযেছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here