সৌদি যুবরাজের ফোন অডিওতে খাসোগজিকে ‘চুপ করানোর’ কথা বলা হয়েছে: সিআইএ

0
51

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা নয় বরং ‘চুপ করানোর’ নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার তুরস্কের পত্রিকা ‘হুরিয়াত’ সিআইএ পরিচালক জিনা হ্যাসপেলের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, গতমাসে তুরস্কের তদন্ত কর্মকর্তাদের হ্যাসপেল জানিয়েছিলেন যে সৌদি যুবরাজের ফোনকলের অডিওতে তাকে খাসোগজিকে ‘চুপ করিয়ে দিতে’ বলতে শুনেছে সিআইএ। সূত্র : রয়টার্স

পত্রিকার এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তুরস্কের এক কর্মকর্তা রয়টার্স’কে জানান, অডিওটি সম্পর্কে তিনি কিছুই জানে না। আবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অডিওরেকর্ড নিয়ে ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, ‘আমি এটি নিয়ে কোনও কথাই বলতে চাই না। আপনারা সিআইএ’কে প্রশ্ন করুন।’ অন্যদিকে, সিআইএ’র সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকেও প্রতিবেদনটি সম্পর্কে কিছুই পরিষ্কার করা হয়নি।  হুরিয়াত সাংবাদিক আব্দুলকাদির সেলভি জানান, ‘এটি অন্য আরেকটি অডিওরেকর্ড। সেখানে মোহাম্মদকে তার ওয়াশিংটনের সৌদি দূত হিসেবে কর্মরত ভাইয়ের সঙ্গে কথা বলতে শোনা গেছে। সিআইএ পরিচালক তুরস্ক সফরের সময় এই অডিও সম্পর্কেই জানিয়েছিলেন। রেকর্ডটিতে সৌদি যুবরাজকে স্পষ্টভাবে “যত তাড়াতাড়ি সম্ভব খাসোগজিকে চুপ করানোর” নির্দেশ দিতে শোনা গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here