যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে পানামার সাবেক প্রেসিডেন্টের দুই ছেলে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

0
0

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির দুই ছেলেকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ক্ষমতায় থাকাকালীন মার্টিনেলির দুই ছেলের বিরুদ্ধে কয়েক কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণ অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করায় পানামার নাগরিক লুইস মার্টিনেলি লিনারেস ও রিকার্ডো মার্টিনেলি-নিরারেসকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নভেম্বরর কোরাল গ্যাবেলসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই দুই ব্যক্তি বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০১৭ সালে তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।’ তারা ‘ওডিব্রেচড’ কোম্পানির ঘুষ কেলেঙ্কারীতে জড়িত ছিলেন বলে আরও জানাউ মার্কিন প্রশাসন। এদিকে মার্টিনেলি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামা শাসন করে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুপ্তচর লাগানো ও ঘুষের অভিযোগের বিচারের জন্য জুন মাসে মার্টিনেলিকে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here