বাশেঁর খুঁটিতে জরাজীর্ণ তার সরানোর নির্দেশ

0
0

রাজধানীর দক্ষিণ সিটি করর্পোরেশনের খিলগাঁও থানাধীন ত্রিমোহনীর নাসিরাবাদ এলাকাগুলোতে আশংকাজনক হারে বেড়ে গেছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। তাছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার দিয়েই চলছে বিদ্যুৎ বিতরণের কাজ। এছাড়াও কিছু অসাধু ব্যাক্তি অবৈধভাবে বাঁশের হুক লাগিয়ে ব্যবহার করছে বিদ্যুৎ। এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এ ব্যাপারে ডিপিডিসি সূত্র জানায়, যে সব এলাকায় বাশেঁর খুঁটিতে জরাজীর্ণ যে তার রয়েছে তা চলতি মাসেই কাজগুলো করে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে,শুধু নাসিরাবাদ এলাকায় নয়,নাগদার পাড় ,পশ্চিমনন্দীপাড়া,পশ্চিমমাদ্রাসাসড়ক,গোলাবাড়ি,ইসলামবাগ,জোড়াভিটা,আঙ্গুরজোড়া,শেখেরজায়গা,সিপাইবাগ,মেরাদিয়া, বড় বটতলা,পূর্ব গোড়ান, বাবুর জায়গা এলাকায় বাশের খুঁটিতে জরাজীর্ণ তার দিয়ে চলছে বিদ্যুৎ বিতরণের কাজ। এতে করে একটু বৃষ্টি হলেই ঐ এলাকাগুলোতে ঘটছে বিদ্যুৎ বিচ্যুতির মত ঘটনা। এলাকাবাসী অভিযোগ করেন, জরাজীর্ণ তার আর বাঁশের খুঁটির কারণে বিদ্যুৎ বিচ্যুতির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েও সেবা পাওয়া যায় না।

বাসিন্দারা আরো জানান,নাসিরাবাদের মধ্যপাড়ায় সড়কটি সংস্কার ও প্রশস্ত হওয়ায় এতে অধিকাংশ বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে পড়ে যায়। এখন এসব খুঁটি ঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।

নাসিরাবাদ ইউপি মেম্বার আতাবর রহমান ফোকাস বাংলা নিউজকে জানান, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও বাশেঁর খুঁটির কারণে এলাকার বাসিন্দারা চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। সম্প্রতি ত্র“টি যুক্ত বিদ্যুৎ লাইনের কারণে একজনের মৃত্যুও হয়েছে।

এ ব্যাপারে ডিপিডিসির পরিচালক (প্রকৌশল) রমিজ উদ্দিন সরকার জানান,এ সংকট মোকাবেলায় যে প্রকল্প হাতে নেয়া হয়েছে তা ডিপিডিসি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। জনস্বার্থে শুধূ নাসিরাবাদ এলাকায় নয়,নাগদার পাড়,পশ্চিম নন্দীপাড়া,পশ্চিম মাদ্রাসা সড়ক,গোলাবাড়ি,ইসলামবাগ,জোড়াভিটা,আঙ্গুরজোড়া,শেখেরজায়গা,সিপাইবাগ,মেরাদিয়া,বড় টতলা,পূর্ব গোড়ান, বাবুর জায়গা এলাকায় বাশের খুঁটিতে জরাজীর্ণ যে তার রয়েছে তা আমরা চলতি মাসের মধ্যেই কাজগুলো করে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।

কন্ট্রাকশন এন্ড এক্সপানশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অব নর্থ এন্ড সাউথ জোনের প্রকল্প পরিচালক ত্বাবধায়ক প্রকৌশলী আবুল ফজল মো: বদরুল আলম আজ মুঠোফোনে ফোকাস বাংলা নিউজকে জানান, একনেকে অনুমোদনকৃত ১৯ শ ৩৫ কোটি টাকা প্রকল্পের আওতায় আগামী তিন বছরের মধ্যে সব কাজ সর্ম্পূণ না হলেও বেশীরভাগ কাজ হয়ে যাবে।এই কাজ গুলো আমরা যদি করতে পারি তাহলে জরাজীর্ণ বিদ্যুৎ লাইন নতুন ভাবে করা ও বাশেঁর খুটিও আর চোখে পড়বে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here