প্রেমিককে হত্যার পর মাংস রান্না করলো প্রেমিকা, খাওয়ালো দাওয়াত করে!

0
0

আরব আমিরাতে এক নারী তার প্রেমিককে খুন করে রান্না করে খেয়ে ফেলেছেন। ঘরে মানুষের দাঁত পাওয়ায় বিষয়টি ধরা পরে। পরে পুলিশের কাছে মরক্কোর অধিবাসী এই নারী হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। লোমহর্ষক এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মরোক্কোর অধিবাসী ওই নারী বলেছেন, বিয়ে করতে পারবেন না জেনে তার প্রেমিককে জবাই করে হত্যা করেছেন তনি। শুধু হত্যা করেই ক্ষান্ত হননি তিনি। জবাইয়ের পর প্রেমিকের মাংস রান্নাও করেছেন। সেই রান্না মাংস আবার বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদেরও খাইয়েছেন। পরে যেটুকু মাংস অবশিষ্ট ছিল তা দিয়েছেন পাশের বাড়ির কুকুরকে।

জানা যায়, খুন করার আগে তাদের মাঝে সাত বছরের প্রেমের সম্পর্ক ছিলো। খুনের পরে প্রেমিকের ভাই এই নারীর বাসায় খোঁজ করতে আসে। মানুষের দাত খুঁজে পায়, পরে তিনি পুলিশকে খবর দিলে বিষয়টি প্রকাশ পায়। জিজ্ঞাসাবাদের জন্য এই নারীকে আটক করা হয়েছে। ৩০ বছর বয়সী ওই নারী আদালতে দেয়া তার স্বীকারোক্তিতে বলেন, তিনি তার সাবেক প্রেমিককে জবাই করে সেই মাংস দিয়ে চপ বানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here