দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করেছে দুদক

0
54

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ফেল করা শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। ইতোমধ্যে এনিয়ে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন- দুদকে। অনুসন্ধান ও তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।ইকবাল মাহমুদ বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছে।নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার নামেও ব্যবসা হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান।তিনি বলেন, ভর্তি কোচিংয়ের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা। অভিভাবকরা জেনে ও বুঝে প্রলোভনে জড়িয়ে পড়ছেন।’

তিনি বলেন, যেসব স্কুল এই অতিরিক্ত টাকা নিয়েছে, তারা একটি মামলাযোগ্য অপরাধ সংগঠিত করেছে। এর বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে। এরইমধ্যে এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি প্রকল্প শুরু করা হয়েছে। আমরা এ বিষয়ে কঠোর।ইকবাল মাহমুদ বলেন, এই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত। এ বছরের শুরুতেই এজন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ও মন্ত্রিপরিষদকে এ বিষয়ে সুপারিশ দিয়েছিলাম। অথচ এখন প্রতিদিনই আমাদের কাছে হাজার হাজার অভিযোগ আসছে। আমরা এরইমধ্যে অ্যাকশনে গিয়েছি। জেলা অফিসগুলোকে অ্যাক্টিভ করেছি। জেলা প্রশাসকদের লিখিত ব্যবস্থা নিতে বলেছি।শিক্ষা সচিব আজ আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।শেইমলেস, অবিবেচক মানুষগুলো শিক্ষকতার নামে কি ভয়ানক অপরাধ করে চলেছেন! এক সাবজেক্টে এমন কি আরো বেশি বিষয়ে টেস্টে ফেল করা বাচ্চারাও হাজার হাজার টাকার বিনিময়ে সেন্টারে চলে যাচ্ছে। তারা তাদের পাসও করিয়ে দিচ্ছে। কিন্তু পাস করানো তো বিষয় নয়। আমার শিশুর দরকার পড়াশোনা। সে যদি ফেল করেও সেন্টারে চলে যায়, তবে সে শিখবে কেনো? আমরা তো বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন চাই। তারা যদি পড়ার টেবিলে যাওয়ার তাগিদ অনুভব না করে, তাহলে তারা শিখবে কেনো?’-বলেন দুদক চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here