মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহর উপর চরম ক্ষুব্ধ নেতাকর্মীরা

0
0

কক্সবজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের আওয়ামী লীগের এমপি আশেক উল্লাহ রফিকের উপর চরম ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা। তার কাছ থেকে সরে গেছে দলের শীর্ষস্থানীয়রা। তৃণমূলের সাথে নেই তেমন যোগাযোগ। ভাল সম্পর্ক নেই স্বজনদের সাথে। নিজের এলাকায়ও অনেকটা কোনঠাসা।

বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাভোটে এমপি হওয়ার সুবাদে অনেকটা ভাবলেশহীন চলেন আশেক উল্লাহ রফিক। মূল্য দেননা দলের ত্যাগী ও পরীক্ষিতদের। দলের লোকজনদের চেয়ে বেশি খাতির বিএনপি-জামায়াত ঘরানার লোকদের সাথে। জেলা পর্যায়ের নেতৃত্বে আছেন ছাত্রলীগের এমন এক নেতা জানান, আওয়ামী লীগের এমপি আশেক উল্লাহ রফিকের আপন চাচা বিএনপির দুই বারের সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। চাচার সুবাদে বিএনপির প্রায় নেতাকর্মীর সাথে তার দহরম মহরম খাতিরএবং তার এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়ে আওয়ামলীগের তৃণমূল নেতা কর্মীরা তার কাছে অসহায়.তার গুপ্ত সহচর জামায়াতের অনেক নেতা। সরকার বিরোধী শিবিরের লোকজনের সাথে গভীর সখ্যতায় এমপি আশেক উল্লাহ চরম বিতর্কিত। মহেশখালীর অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতারা তার বিপক্ষে।উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের অধিকাংশ নেতা নিজ দলের এমপির বিরুদ্ধে শক্ত অবস্থানে। কেউ চাননা তিনি আবার এমপি হোক।

দলের একটি সুত্র জানিয়েছে, আশেক উল্লাহ রফিক বিগত ৫টি বছর দলের জন্য কিছুই করেননি। শুধু বিভদ সৃষ্টি করেছেন। সরকারী সম্পদে বলিয়ান হয়েছেন নিজেই। সে কারণে নিজ সংসদীয় আসনের অধিকাংশ নেতাকর্মী তার কড়া প্রতিপক্ষ। তার ছায়া দেখলেও রাগ করেন এমন অবস্থা অনেকের। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী করা হলে অনেকে প্রকাশ্যে তার বিপক্ষে অবস্থান নেবে। রাগে-ক্ষোভে অনেক ত্যাগী লোক আতœহত্যার করতে পারে বলে আভাস মিলেছে। মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম জানান, আশেক উল্লাহ রফিকের জনপ্রিয়তা শুণ্যের কোটায়। নিজ দলের শীর্ষ নেতারা তাকে চাননা। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এমপির চরম দূরত্ব। হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ বিপক্ষে চলে গেছে। নির্বাচিত হওয়া দূরের কথা, আগামী নির্বাচনে তিনি জামানত হারানোর আশংকা রয়েছে।নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে, কক্সবজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ২০ দলের পক্ষ থেকে প্রার্থী করা হয় জামায়াতের হামিদুর রহমান আজাদকে। তিনি মামলার কারণে কারামুক্ত হওয়ার সম্ভাবনা নেই। সে হিসেবে আওয়ামী লীগের এমপির আপন চাচা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তা অনেকটা নিশ্চিত বলা যায়।ভোটাররা একই পরিবারে দুই দলের দুইজন প্রার্থী কোনভাবে মেনে নেবেনা। এই অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন, আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দেয়া মানে আওয়ামী লীগকে হত্যা করা, দলের নেতাকর্শীদের দূরে ঠেলে দেয়া। তাছাড়া বিএনপির প্রার্থীর বিপক্ষে মাঠে দাঁড়ানোর সেই শক্তি আশেক উল্লাহ রফিকের নেই বলেও মনে করে তৃণমূলের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here