মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন। আজ শনিবার সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাসানীর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন সংগঠকেরা।
শ্রদ্ধা জানানো শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেন, দেশের জন্মের পর পরই প্রথম যে বিচারবহির্ভূত হত্যাকা- হয়, মাওলানা ভাসানী তার বিরোধিতা করেছিলেন। দেশের লুটপাটের বিরুদ্ধে যে পত্রিকাটি সর্বপ্রথম সোচ্চার ছিল সেই মাওলানা ভাসানীর ‘হক কথা’ বন্ধ করে দেওয়া হয়। মাওলানা ভাসানী যেসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, গণমানুষের মুক্তির জন্য লড়াই করেছেন সেই সব ক্ষেত্র এখনও আমাদের জন্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। বামপন্থী রাজনৈতিক দলগুলো একদিকে তাদের রাজনৈতিক কর্মসূচির ফলে পিছিয়ে পড়ে; তারা তাদের সব গণসংগঠন বিলুপ্ত করে দেয়, নির্বাচনে অংশ নেয় না এবং মওলানা ভাসানীকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। অন্যদিকে আওয়ামী লীগও রাজনীতিতে একক প্রধান ধারা হিসেবে আবির্র্ভুত হয়। এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে ওঠে। কিন্তু এদেশের মুক্তিযুদ্ধে বামপন্থী কমিউনিস্টসহ প্রগতিশীল সকল শক্তি অংশগ্রহণ করে। যুদ্ধের শুরু থেকেই এখানে মওলানা ভাসানীর অনুসারী বামপন্থী, কমিউনিস্টরা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, মুক্তিযুদ্ধ সংঘটিত করেন।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তর সালে মওলানা ভাসানী কৃষক, মজদুর, শ্রমিকের সরকার প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন। আজ আমরা যে প্রাণ প্রকৃতির জন্য আন্দোলন করছি তা মওলানা ভাসানীই শুরু করেছিলেন। তিনি বাংলাদেশের নদী-জমিসহ সকল সৃষ্টি তথা প্রাণকে বাঁচানোর জন্য ফারাক্কা অভিমুখে লংমার্চ করেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, মাওলানা ভাসানী এ অঞ্চলের গণ মানুষের রাজনীতি করেছেন। বামপন্থী আন্দোলনের হৃদয় ছিলেন মাওলানা ভাসানী। মানুুষের সঙ্গে থেকে তাদের চিন্তাকে উপলব্ধি করে ভাসানী, তাদের চিন্তাকে সম্মান জানিয়ে রাজনীতি করতেন। ভাসানী যতদিন বেঁচে ছিলেন, বামপন্থী দলগুলোতে গণমানুষের সম্পৃক্ততাও বেশি ছিল। নেতৃবৃন্দ বলেন, গণসংহতি আন্দোলন মাওলানা ভাসানীকে নিজেদের নেতা বলে মনে করে। একইসঙ্গে গণসংহতি আন্দোলন তাঁর সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছে। এ লড়াইয়ে সবাইকে যুক্ত হ্ওয়ার আহ্বান জানান দলের নেতৃবৃন্দ।
প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নিলু, তাসলিমা আখ্তার, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূইয়া, আবুু বকর রিপন, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক রায় প্রমুখ।