মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের জামসেদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে র্শীষ মাদক ব্যবসায়ী মোঃ তাজুল(৩৬) নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।এসময় শ্রীনগর থানার এক এএসআই সহ ৩পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল হতে ১টি বন্দুক, ৩রাউন্ড গুলি, ৩টি ছোরা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্য ইউনুস আলী জানান, অস্ত্র, মাদক, ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় ১০মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী তাজেল বাহীনির প্রধান তাজেল ইসলামকে শুক্রবার যশোরের জেলার মনিরামপুর থেকে গ্রেফতার করে শ্রীনগরে আনা হয় । তাকে নিয়ে রাতে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযানে বাড়ৈখালি এলাকা জামসেদপুরে গেলে পূর্বে থেকে উৎপেতে থাকা তাজেলের সহযোগি সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের চলাকালে তাজেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাজেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোঃ তাজুলের বাড়ি একই উপজেলার বাঘড়া এলাকায়। ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী তাজেল। তার বিরুদ্ধে ডাকাতি মামলায় ৭বছরের কারাদন্ডের আদেশ রয়েছে।আহত পুলিশ সদস্য এএসআই আবুল কায়সার, কন্সটেবল সজল ও শহীদকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাজেলের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।