ব্রাহ্মণবাড়িয়া চুরি যাওয়া ১৪১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

0
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া ১৮০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৮ লাখ টাকার মধ্যে ১৪১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীর পরিবারের লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বণিকপাড়া এলাকার একটি পুকুরপাড়ের মাটির নীচ থেকে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরাইল বাজারের আপন শিল্পালয়ের মালিক বিষ্ণু বণিক রিকশাযোগে ১৮০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৮ লাখ টাকা নিয়ে নিজ বাড়ি বণিকপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে একদল ছিনতাইকারী তার চোখে মরিচের গুড়া দিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকাগুলো ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।এ ঘটনায় পুলিশ উপজেলার কুট্টাপাড়া ও বড্ডাপাড়া এলাকার সাঈদুল হক (৪০) ও এমরান খাঁ (৩৫) নামে দুই ছিনতাইকারীকে আটক করলে ছিনতাইয়ের ঘটনায় তাদের জড়িত থাকার প্রমান মেলে।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক দুই ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ছিনতাই করা স্বর্ণালংকারগুলি উপজেলার বণিকপাড়া এলাকার নিত্য তলাপাত্রের বাড়িতে রাখা হয়েছে। নিত্য তলাপাত্রও ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে আটকরা পুলিশকে জানায়। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকিরের নেতৃত্বে তলাপাত্রের বাড়ীতে অভিযান চালানো হয়। তবে সে শুক্রবার সকালেই ভারতে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার সম্ভব হয়নি । পরে তার পরিবারের লোকজনের দেয়া তথ্য অনুযায়ী বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ের মাটি খুঁড়ে মাটির নীচ থেকে ১৪১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, ছিনতাই হওয়া বাকি স্বর্ণালংকার ও নগদ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে কিছু টাকা নিজরদের মধ্যে ভাগবাটোয়ারা করে বাকি টাকা ও স্বর্ণালংকার নিয়ে নিত্য তলাপাত্র ভারতে পালিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here