একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুন:তফসিল ঘোষণার পরপরই ফেনী-২ আসনে বিএনপি থেকে সাবেক সাংসদ জয়নাল আবেদিন ভিপি, দলের ত্যাগী নেতা শতাধিক রাজনৈতিক মামলার আসামী হয়ে কারাবন্দি গাজী হাবিবুল্লাহ মানিকসহ দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১ জন মনোনয়ন প্রত্যাশী। আগামী ২০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে দলের চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
মামলা-হামলায় কাবু ঝিমিয়ে পড়া দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নেতাকর্মীরা বর্তমানে নির্বাচনমুখী হওয়ায় এবং ক্ষমতাশীল আওয়ামীলীগসহ প্রায় সব দল নির্বাচনে অংশগ্রহনের ঘোষণা দেয়ায় সারাদেশের ন্যায় ফেনীতেও নির্বাচনের উৎসবের আমেজ বিরাজ করছে।দলীয় সূত্র জানায়, ফেনী-২ আসনে বিএনপি থেকে যাঁরা দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- ফেনী-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি), জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিস্টার, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, এম.এ খালেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, জেলা যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপির প্রচার সম্পাদক কারাবন্দী গাজী হাবিবুল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর চৌধুরী, ও নুর নবী ভূঁঞা দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ ১১ জনের মনোনয়নপত্র জমাদানের তথ্য নিশ্চিত করেছেন।