বকশীগঞ্জে বাঁশের সাকোই ১০ গ্রামের মানুষের ভরসা

0
81

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় ঝুকিঁপূর্ণ বাশের সাকোঁই ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা। নড়ভড়ে সেই বাঁশের সাকোটিও এখন মরণফাদেঁ পরিনত হয়েছে । দীর্ঘদিন ধরে নড়ভড়ে সাকোর ওপর দিয়েই স্কুল কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হলেও ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি । এই সাকোঁ দিয়ে পারাপারের সময় বিগত ৫ বছরে স্কুল ছাত্রসহ ১০ জন পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ভোগের শিকার হচ্ছে ১০ গ্রামের মানুষ।

জানা গেছে,জমিদার আমলে বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নে বসবাসরত তৎকালিন জমিদারদের জমির ফসল আনা নেওয়ার জন্য প্রায় ১৫ কিলোমিটার দৈর্ঘ ও ১৬০ ফুট প্রস্ত কাচা সড়ক র্নিমাণ করা হয়।এই সড়ককে কেন্দ্র করেই শান্তিনগর, পাগলাপাড়া, বেতমারি, সেকেরচর ও নয়াপাড়াসহ ১০ টি গ্রামে জনবসতি গড়ে উঠে। বর্তমানে সড়কটি এলজিইডির অধীনে রয়েছে। ১৯৮৮ সালের বন্যায় এই সড়কের শান্তিনগর বিল নামক স্থানে ভেঙ্গে বড় জলাশয়ের সৃষ্টি হয়। এর পর থেকে জনগনের চলাচলের সুবিধার্থে নীলাক্ষিয়া ইউনিয়ন পরিষদ প্রতিবছর ১টি করে বাশের সাকোঁ র্নিমাণ করে দেন। বর্ষাকালে সেই বাশের সাকোঁ দিয়েই জনসাধরণ চলচল করতে থাকে। শুকনা মওসুমে বিকল্প সড়ক ব্যবহার করে। জনসাধারণ ছাড়াও এই সড়কদিয়ে প্রতিদিন ৫/৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে। বর্ষার মওসুমে বাশের সাকোঁ দিয়ে পারাপারের সময় বিগত ৫ বছরে স্কুল ছাত্রসহ কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

এ ব্যাপারে এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচন আসলে এই সেতু নিয়ে রাজনীতি শুরু হয়। আমাদেরও কদর বাড়ে। প্রার্থীরা আসেন, সেতুটি তৈরীর প্রতিশ্রতি দিয়ে ভোট নিয়ে যান। কিন্তু তারপর সেতু নির্মানের কথা কেউ মনে রাখেনা। এ ব্যাপারে স্কুল ছাত্র শাহেদ,আপেল,মিলন জানান,অনেক সময় এই সাকো থেকে পড়ে আমাদের বই,খাতা ও পোষাক নষ্ট হয়ে যায়। যে কারনে আমাদের অনেক সমস্যা হয়। শান্তি নগর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ও নুর আমীন জানান, জনগুরুত্বের বিষয় বিবেচনা করে একটি পাকা ব্রিজ নির্মাণ করা জুরুরী। কারণ বর্ষাকালে এই এলাকার বাসিন্দারা আতংকিত থাকে। বিশেষ করে শিক্ষার্থী অভিভাবকরা তাদের সন্তানদের বিষয়ে চিন্তিত থাকেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা আয়ুব আলী ও ইদ্রিস আলী জানান, পাকা ব্রিজ নির্মানের জন্য মানববন্ধন করেছি। উপজেলা প্রশাসনে অনেকবার অবেদন করেছি কিন্তু কোন কাজ হয়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি ব্রীজ নির্মানের জোড় দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নীলাক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আব্দুর রহমান মুন্সি জানান, প্রতি অর্থ বছরেই এলাকার সাধারণ মানুষ এই স্থানে একটি পাকা ব্রিজ নির্মানের দাবি করে থাকেন। কিন্তু স্থানীয় প্রশাসন তা আমলে নেননি।বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী রমজান আলী জানান, সড়কটির নিজস্ব আইডি খোলা হয়েছে। পাকা ব্রিজের জন্য অর্থ বরাদ্ধ চাওয়া হয়েছে। বরাদ্ধ পেলেই নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here