র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর নেতৃত্বে মঙ্গলবার ১৩ নভেম্বর আনুমানিক ৩টা ৩০মিনিটের সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাগাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহিদুল ফকির(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার শৈলখোলা গ্রামের মোঃ উকিল ফকির এর ছেলে মোঃ মহিদুল ফকির। আটককৃত মোঃ মহিদুল ফকির(১৯) জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, মহিদুল ফকির একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাবরীন জেরীন,মাদারীপুর।